নিজস্ব প্রতিবেদক, দীঘিনালা ॥
মায়ানমারের নাগরিক রোহিঙ্গাদের পার্বত্য চট্টগ্রামে অনুপ্রবেশ বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পাহাড়ের আঞ্চলিক সংগঠন প্রসীত খীসা নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ)। শুক্রবার সকালে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুছড়ার বাঘাইছড়ি দু’অর নামক এলাকায় সংগঠনটি এ কর্মসূচি পালন করে। দীঘিনালা ভূমিরক্ষা কমিটি, গণতান্ত্রিক যুব ফোরাম ও পার্বত্য নারী সংঘের উদ্যোগে কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভ মিছিল শেষে আনন্দ বাজারে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে গণতান্ত্রিক যুব ফোরামের সভাপতি জ্ঞান প্রসাদ চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন, ভূমিরক্ষা কমিটির সাংগঠনিক সম্পাদক টত্তুমনি চাকমা, নারী সংঘের সদস্য সঞ্চলা দেবী চাকমা, ইউপিডিএফের সংগঠক রুপেশ চাকমা প্রমূখ।
সভায় বক্তারা বলেন, খাগড়াছড়ির মহালছড়ির বিচিতলা ও গামারিঢালায় রোহিঙ্গাদের পুনর্বাসন অবিলম্বে বন্ধ করে পাহাড়ে রোহিঙ্গা অনুপ্রবেশ সম্পূর্ণ বন্ধ করতে হবে। তা না হলে সংগঠন পাহাড়ে আন্দোলন কর্মসূচি ঘোষণা করবে।