লংগদু প্রতিনিধি
“এ দেশের সেনাবাহিনী এ দেশের মানুষের কল্যাণে কাজ করছে। জাতি ধর্ম নির্বিশেষে দরিদ্র অসহায় মানুষের জন্য আমারা আমাদের সাধ্যমতো সহযোগিতা করে যাচ্ছি। আমাদের এই সহযোগিতার ধারা অব্যাহত থাকবে। আপনাদের যেকোনো সমস্যা আমাদের বলবেন এবং সেনাবাহিনীকে নিজেদের পরিপূরক হিসেবে ভাববেন। আমরা চাই শান্তি সম্প্রীতি বাজায় রেখে একে অপরের সহযোগিতার মাধ্যমে এগিয়ে যেতে। বিশেষ করে পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় সকলের সহযোগিতা প্রয়োজন।”
রবিবার (২৫ জুন) দুপুরে লংগদু জোনে দরিদ্র মানুষের মাঝে অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহতাশিম হায়দার চৌধুরী।
এ সময় তিনি অসচ্ছল এক যুবককে সেলাই মেশিন, কলেজ-বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ ও ল্যাপটপ, স্থানীয় মাদ্রাসায় সিলিং ফ্যান, পাহাড়ি এলাকায় পানীয় জলের জন্য গভীর নলকুপ, বিভিন্ন এলাকার অসচ্ছল পরিবারের মাঝে ঢেউটিন ও ঘর মেরামতের জন্য নগদ অর্থ এবং দরিদ্র রোগীদের আর্থিক সহায়তা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন লংগদু জোনের অধিনায়ক লে. কর্ণেল হিমেল মিয়া, উপ-অধিনায়ক মেজর রিফাতুজ্জাকের, জোনের আরএমও ক্যাপ্টেন যোবায়ের, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর সিরাজুল ইসলাম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শিপু, উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, মাইনীমূখ ইউপি চেয়ারম্যান কামাল হোসেন কমল, লংগদু ইউপি চেয়ারম্যান বিক্রম চাকমা বলি, আটারকছড়া ইউপি চেয়ারম্যান অজয় মিত্র চাকমা, কালাপাকুজ্যা ইউপি চেয়ারম্যান বারেক দেওয়ান, খেদারমারা ইউপি চেয়ারম্যান বিল্টু চাকমা, মেরুং ইউপি চেয়ারম্যান মাহমুদা লাকী, লংগদু প্রেসক্লাবের উপদেষ্টা এখলাছ মিঞা খান ও সাধারণ সম্পাদক আবু দারদা খান আরমান প্রমুখ।
‘পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় সকলের সহযোগিতা প্রয়োজন’
লংগদু
2 Mins Read
Previous Articleবিনাপ্রতিদ্বন্দ্বিতাতেই বান্দরবান পৌরসভার মেয়র হলেন শামসুল
এই বিভাগের আরও সংবাদ
সম্পাদকঃ ফজলে এলাহী
নির্বাহী সম্পাদকঃ হেফাজত সবুজ
প্রধান কার্যালয়
পৌর মার্কেট, দ্বিতীয় তলা, পৌরসভা এলাকা, রাঙামাটি-৪৫০০
ফোন : ০১৭১৮৫৪৭৮৭৮, ০১৬১৮৫৪৭৮৭৮।
ইমেইল : pahar24news@gmail.com
পাহাড়ের সংবাদ
আমাদের সম্পর্কে
© 2024 All Rights Reserved pahar24.com. Developed by MicroWeb Technology.