পার্বত্য চট্টগ্রামে বিচ্ছিন্নতাবাদী সংগঠনের সশস্ত্র ক্যাডার কর্তৃক মব কিলিং বন্ধ ও পাহাড়ে চলমান সংঘাত এবং ষড়যন্ত্র বন্ধ করতে কার্যকরী উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছে স্মারকলিপি দিয়েছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) কেন্দ্রীয় কমিটি। রবিবার দুপুর একটায় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও চট্টগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেয় সংগঠনটি। পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সভাপতি মো. শাহাদাৎ হোসেন কায়েশ ও সাধারণ সম্পাদক মো. হাবীব আজমের স্বাক্ষরিত স্মারকলিপিটি চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের নিকট প্রদান করা হয়।
এসময়ে উপস্থিত ছিলেন পিসিসিপি’র চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি গিয়াস উদ্দিন, বান্দরবান জেলা সাধারণ সম্পাদক হাবীব আল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক ইমন, দপ্তর সম্পাদক মিছবাহ, রাঙামাটি জেলা সহ-সভাপতি খলিলুর রহমান, খাগড়াছড়ি জেলা সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, বান্দরবান টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সভাপতি মো. জানে আলম।
পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ স্মারকলিপিতে ১২ দফা দাবি জানান।(বিজ্ঞপ্তি)

