আলোচনা সভা ও পুরষ্কার বিতরণের মধ্য দিয়ে পাবর্ত্য চট্রগ্রামে পাহাড়ী নারী সমাজের দারিদ্রতা ও দুর্দশা মোচনে বাজার ব্যবস্থায় ন্যায্যতা আনায়ন বিষয়ক এক কর্মশালা সোমবার মাটিরাঙ্গা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
এনজিও সংস্থা আনন্দ‘র মাটিরাঙ্গা উপজেলার প্রোগ্রাম অফিসার সুমন দেবনাথ এর পরিচালনায় এবং প্রোজেষ্ট আর্ডিনেটর কৃষিবিদ ফ্রান্সিস হালদার‘র সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা চেয়ারম্যান মো: তাজুল ইসলাম। এতে স্বাগত বক্তব্য রাখে খাগড়াছড়ি প্রোগ্রাম আফিসার মো: খালেদ ইব্রাহীম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান বকাউল, মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিরনজয় ত্রিপুরা, উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মো: জুনায়েদ, মাটিরাঙ্গা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ মো: আশরাফ উদ্দিন।
কর্মশালায় অন্যান্যের মধ্যে আনন্দ‘র খাগড়াছড়ি আঞ্চলিক ব্যবস্থাপক বিজয় কৃষ্ণ বালা, শাহেনা আকতার, হরিপদ্ম ত্রিপুরা প্রমুখ বক্তব্য রাখেন।