রাঙামাটি পাব্যত্য জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা বলেছেন, সরকার মা ও নবজাতক শিশুর স্বাস্থ্যের উন্নয়নে ব্যাপক কর্মযজ্ঞ হাতে নিয়েছে। সরকারের এ কর্মযজ্ঞ গুলোকে এগিয়ে নিতে স্বাস্থ্য কর্মীদের আরো জোরালো সচেতনতামূলক প্রচারণা ও পদক্ষেপ বাড়াতে হবে। তিনি বলেন, পার্বত্য জনপদে নিরাপদ প্রসব নিশ্চিতকরণের মাধ্যমে সুস্থ শিশুর জন্মদান এবং মাতৃমৃত্যু ও নবজাতক মৃত্যুর হার কমানোর লক্ষ্যে সকল গর্ভবতী মাকে নিয়মিত উন্নত ও প্রতিরোধমূলক স্বাস্থ্য সেবা প্রদান করাই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য। তিনি বলেন, এ প্রশিক্ষণের অভিজ্ঞতা ও দক্ষতাকে যদি যথাযথভাবে কাজে লাগানো যায় তাহলে পার্বত্য জেলার প্রান্তিক জনগোষ্ঠীর মাতৃমৃত্যু ও নবজাতক মৃত্যুর হার শূন্যের কোটায় নেমে আসবে।
সিডা’র অর্থায়নে এবং ইউএনএফপিএ বাংলাদেশের সহায়তায় রাঙামাটি সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে শনিবার থেকে সোমবার ৩ দিনব্যাপী রাঙামাটিতে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ পর্যায়ে কর্মরত কর্মীদের জন্য প্রসবপূর্ব ও প্রসব পরবর্তী গর্ভবতী মায়ের ও নবজাতকের স্বাস্থ্য পরিচর্যা বিষয়ক গর্ভকালীন, প্রসবোত্তর ও নবজাতকের অত্যাবশ্যাকীয় সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির ভাষণে চেয়ারম্যান একথা বলেন।
রাঙামাটি সিভিল সার্জন ডাঃ ¯েœহ কান্তি চাকমার সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে রাঙামাটি পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক বেগম সাহান ওয়াজ, রাঙামাটির ইউএনএফপিএ’র প্রতিনিধি ডাঃ হেলেন চাকমা। ফ্যাসিলিটর হিসাবে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন রাঙামাটি মেডিকেল অফিসার ডাঃ রওনক জাহান, ডাঃ বিনোদ শেখর চাকমা, ডাঃ লেনিন তালুকদার এবং ডাঃ শওকত আকবর খান।