চলমান যুগপৎ আন্দোলনের ২য় দফার ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রবিবার সকাল ১১ঘটিকায় ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙামাটি জেলা শাখার সভাপতি ও রাঙামাটি আসনে দলের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মোহাম্মদ জসিম উদ্দিনের নেতৃত্বে পিআরসহ ৫ দফা দাবিতে জেলাপ্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ করা হয়।
এ সময় আলহাজ্ব জসিম উদ্দিন বলেন, জুলাই সনদের আইনিভিত্তি নিশ্চিত করা, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন করা, নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড ব্যবস্থা করা, গণহত্যার বিচার এবং ফ্যাসিবাদের দোসরদের বিচার ও বিচারকালীন তাদের নিষিদ্ধতার দাবিতে আমরা জেলা প্রশাসক মাধ্যমে প্রধান উপদেষ্টা বরারব স্মারকলিপি পেশ করেছি।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙামাটি জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব এনামুল হক মৃধা, সহ-সভাপতি এ কে এম ইসরাইল, জেলা সেক্রেটারি মাওলানা মো. ওমর ফারুক, জয়েন্ট সেক্রেটারি মুফতি আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক হাফেজ মোহাম্মদ ইমাম হোসেন, দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ রাঙামাটি জেলার সভাপতি মোহাম্মদ দিদারুল আলম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ রাঙামাটি জেলার সহ সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙামাটি জেলা সদর উপজেলা সভাপতি মুহাম্মাদ আরিফুল ইসলাম সহ প্রমুখ নেতৃবৃন্দ।
এসময় জেলা প্রশাসকের পক্ষ থেকে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমিন।(বিজ্ঞপ্তি)

