প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন‘র (পিকেএসএফ) ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল করিম বলেছেন, পাহাড়ি এলাকার কৃষি ও কৃষকদের উন্নয়নে সরকার সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিভাগ ছাড়াও এনজিও গুলোকে সম্পৃক্ত করে চলেছে। এজন্য এনজিও গুলোকে সরকারের পক্ষ থেকে সবধরনের সহযোগিতা প্রদান করা অব্যাহত রেখেছে।
তিনি মঙ্গলবার দুপুরে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় স্থানীয়ভাবে উৎপাদিত কৃষি পণ্য উৎপাদন, সংরক্ষণ ও বাজারজাত করণ ও কৃষকদের আধুনিক প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে আইডিএফ কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
আইডিএফ‘র নির্বাহী পরিচালক মো: জহিরুল আলম এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্ত্্য রাখেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, খাগড়াছড়ির জেলা প্রশাসক মো: ওয়াহিদুজ্জামান, পুলিশ সুপার মো: মজিদ আলী, মাটিরাঙ্গা জোন অধনায়ক লে. কর্ণেল মো: জিল্লুর রহমান পিএসসি, পিকেএসএফ‘র উপ-ব্যাবস্থাপনা পরিচালক মো: গোলাম তৌহিদ, মাটিরাঙ্গা উপজেরা নির্বাহী অফিসার বিএম মশিউর রহমান ও মাটিরাঙ্গা পৌরসভার ময়ের মো: শামচুল হক।
পিকেএসএফ পিছিয়ে পড়া জনগোষ্ঠির ভাগ্য উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, কৃষি ও কৃষকের গুরুত্ব বিবেচনা করেই পিকেএসএফ ঋণের ৪০ শতাংশ কৃষি খাতে প্রদান করে থাকে। প্রশিক্ষষনের কোন বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন কৃষকদের প্রশিক্ষিত করে তুলতে আইডিএফ এর কৃষি প্রশিক্ষণ কেন্দ্র সুদুড় প্রসারী চিন্তার ফল। এ কেন্দ্র প্রশিক্ষিত জনশক্তি তেরীতে ভুমিকা রাখবে বলেও উল্লেখ করেন তিনি।