বাংলাদেশ পিডব্লিউডি ডিপ্লোমা প্রকৌশলী সমিতি কেন্দ্রীয় কমিটির উদ্যোগে গত ১৩ জুন রাঙামাটির ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মাঝে শনিবার নগদ ১ লক্ষ ৩০ হাজার টাকার সহায়তা প্রদান করা হয়েছে। অর্শতাধিক পরিবারের মাঝে এই নগদ সহায়তা প্রদান করা হয়।
শনিবার সকালে রাঙামাটি শিশু নিকেতন বিদ্যালয় প্রাঙ্গণে ক্ষতিগ্রস্ত লোকজনদের মাঝে অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পিডব্লিউডি ডিপ্লোমা প্রকৌশলী সমিতি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোহাম্মদ তৌফিকুর রহমান। সমিতির চট্টগ্রাম জেলার সহ-সভাপতি দীপক বড়ুয়া, সাধারণ সম্পাদক মোহাম্মদ খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক মোঃ করিম উদ্দিন, রাঙামাটি জেলা কমিটির সভাপতি বাপ্পী চাকমা, সাধারণ সম্পাদক মোহাম্মদ লোকমান হাকিম , প্রকৌশলী রোনেল চাকমা, রাঙামাটি শিশু নিকেতনের অধ্যক্ষ মোঃ মোস্তফা কামাল, রাঙামাটি প্রেসক্লাবের সাবেক সম্পাদক মোহাম্মদ আলী, কোষাধ্যক্ষ পুলক চক্রবর্তী, সাংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেবনাথ এই সময় উপস্থিত ছিলেন।
অর্থ সহায়তা প্রদানকালে সমিতির নেতৃবৃন্দ সকলকে ধৈর্যের সাথে সকল প্রকার প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার আহবান জানিয়ে বলেন, বাংলাদেশ পিডব্লিউডি ডিপ্লোমা প্রকৌশলী সমিতির সদস্যরা সব সময় দুর্গত লোকজনদের পাশে থাকবে।