নিজস্ব প্রতিবেদক
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ অধিদপ্তরাধীন পিপিআর রোগ নির্মূল ও ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় ১৮ দিনব্যাপী ছাগল ও ভেড়ার পিপিআর রোগ নির্মূলের লক্ষ্যে বিনামূল্যে টিকা প্রদান ক্যাম্পেইন শুরু হয়েছে। মঙ্গলবার সকালে রাঙামাটি পৌর এলাকার ব্রাহ্মণটিলায় রাঙামাটি সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে এই কার্যক্রম শুরু হয়।
টিকা ক্যাম্পেইন উদ্বোধনকালে উপজেলা নির্বাহী অফিসার রিফাত আসমা’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. একেএম ফজলুল হক। এসময় উপস্থিত ছিলেন রাঙামাটি সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. লেনিন দে, ভেটেরিনারি সার্জন ডা. মো. সরোয়ার হামিদ। এছাড়া উপস্থিত ছিলেন উপ সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা যথাক্রমে প্রীতিরেশ দেওয়ান, রিন্টু চাকমা, রতন কুমার দে, সুদীপ দেওয়ানজী, সুলাল খীসাসহ এলাকার খামারীবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, পিপিআর একটি মারাত্মক রোগ এবং এই রোগে প্রতিবছর বাংলাদেশে প্রচুর ছাগল, ভেড়া মারা যায়। প্রান্তিক পর্যায়ে দরিদ্র জনগোষ্ঠী আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই রোগ নিয়ন্ত্রণ এবং মৃত্যুর হার কমানো গেলে দেশে মাংসের উৎপাদন বৃদ্ধি এবং পাশাপাশি গ্রামীণ জনগোষ্ঠীর আয় বৃদ্ধি পাবে। সেই সাথে বিদেশে রপ্তানিকরণ ক্ষমতা অর্জন করবে।
উদ্বোধনী ক্যাম্পে ৬৫৯ ছাগল ও ভেড়াকে টিকা প্রদান করা হয়। এই ক্যাম্পেইন ১ অক্টোবর থেকে শুরু হয়ে ১৮ অক্টোবর পর্যন্ত চলবে। এইসময় জেলার প্রত্যেকটি উপজেলা, পৌর এলাকা ও ইউনিয়ন পর্যায়ে টিকা প্রদান করা হবে। রাঙামাটির সদর উপজেলার একটি পৌরসভা ও ছয়টি ইউনিয়নে মোট ১৩ হাজার ছাগল ও ভেড়াকে টিকা প্রদান করা হবে।