নিজস্ব প্রতিবেদক
৫ আগষ্ট শেখ হাসিনার পদত্যাগ করে দেশ ছেড়ে পালানোর পর ক্ষুদ্ধ জনতার হামলা ও ভাংচুরে তছনছ হওয়ার পর আগুনে নি:শ্বেস করে দেয়া রাঙামাটি জেলা আওয়ামীলীগের অফিস পরিদর্শন করেছেন রাঙামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুছা মাতব্বরের নেতৃত্বে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন নেতৃবৃন্দরা।
রবিবার (১১আগষ্ট) দুপুরে পরিদর্শেনের সময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা নাছির তালুকদার,আশীষ দাশ গুপ্ত,আশীষ কুমার চাকমা নব, রফিক তালুকদারসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
এর আগেই মুছা মাতব্বর এই অগ্নিসংযোগ ও ভাংচুর লুটপাটের ঘটনার জন্য বিএনপি জামাতকে দায়ি করে বলেছিলেন,রাঙামাটির রাজনীতির ইতিহাসে যেসব ঘটনা ঘটে নাই,তাই হয়েছে এবার। তিনি পুরো জেলার বিভিন্ন স্থানে আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের বাড়িঘরে আগুন,লুটপাট,মারধরের ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছিলেন।
রবিবার পরিদর্শনকালে মুছা মাতব্বর নেতাকর্মীদের মনোবল না হারিয়ে আগষ্ট মাসের শোককে শক্তিতে পরিণত করে নেতাকর্মীদের পুনরায় সংগঠিত হওয়ার আহব্বান জানান।