ডেস্ক রিপোর্ট
রাঙামাটি পার্বত্য জেলার নিউ পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশের সকল সদস্যের পদমর্যাদা ভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচির অংশ হিসেবে রাঙামাটি জেলা পুলিশের ১৫তম ব্যাচের সপ্তাহ মেয়াদী দক্ষতা উন্নয়ন কোর্সের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মারুফ আহমেদ (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত)।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) দক্ষতা উন্নয়ন কোর্সটি পুলিশ সদস্যদের পুলিশিং কার্যক্রমের কর্মদক্ষতা বৃদ্ধি ও আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মর্মে প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, এই কোর্স থেকে প্রাপ্ত জ্ঞান পুলিশ সদস্যদের পুলিশিং কার্যক্রমের সহায়ক হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
পরে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) দক্ষতা উন্নয়ন কোর্স সফলভাবে সম্পন্ন করায় প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ ও দক্ষতা উন্নয়ন কোর্সে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অর্জনকারীদের মাঝে শুভেচ্ছা স্মারক প্রদান করেন। এসময় রাঙামাটি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।