শুভ্র মিশু
আসন্ন সনাতনী সম্প্রদায়ের বৃহত্তর উৎসব দুর্গাপূজা উপলক্ষে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবা প্রদানের লক্ষ্যে রাঙামাটি বিদ্যুৎ বিতরণ বিভাগের সাথে সাাক্ষাত করেছে রাঙামাটি জেলা ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের প্রতিনিধিরা। সোমবার দুপুরে প্রতিনিধি দলের সদস্যরা রাঙামাটি বিদ্যুৎ বিতরণ বিভাগের সাথে সাক্ষাত করেন।
এই সময় রাঙামাটি জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহমেদ সাব্বিরের নেতৃত্বে প্রতিনিধি দলটি রাঙামাটি বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জালাল উদ্দিনের সাথে সাক্ষাৎ করেন।
এতে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আবুল কালাম ছগির, শাওন মেহেদী, রহিম উদ্দিন, মোঃ ইসহাক, রাঙামাটি জেলা জাতীয়তাবাদী হিন্দু ছাত্র ফোরামের সভাপতি রাজন রক্ষিত, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আপ্যায়ন বিষয়ক সম্পাদক জুয়েল দত্ত মালু, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক নুর তালুকদার মুন্না, জেলা ছাত্রদলের আপ্যায়ন বিষয়ক সম্পাদক সানি আহমেদ, জেলা ছাত্রদলের সহ দপ্তর সম্পাদক মো. সোহেল, পৌর তাঁতী দলের সভাপতি বাদশা, সাধারণ সম্পাদক শফিক, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সদস্য অনতোষ অন্তুসহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
এই সময় জেলা ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের প্রতিনিধিরা বলেন, সনাতনী সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে পূজার সব কয়েকদিন নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবা যাতে নিরবিচ্ছিন্ন রাখা হয়। এই বিষয়ে জোর দাবি জানান তারা।
বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করার কথা জানান নির্বাহী প্রকৌশলী।