নিজস্ব প্রতিবেদক
বিএনপি সমর্থক সনাতনীদের নিয়ে গঠিত হওয়া বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের রাঙামাটি জেলার প্রথম কমিটি ঘোষিত হয়েছে। নন্দিতা দাসকে আহ্বায়ক, সান্টু চৌধুরীকে সদস্য সচিব করে গঠিত ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
এতে যুগ্ম আহ্বায়ক হলেন- বরুণ চন্দ্র রায়, রতন চন্দ, কাজল দে, কাজল কান্তি দে ও রূপক মল্লিক রাতুল।
এছাড়া রূপন শীল, সরোজ চৌধুরী, রাজীব সাহা, রতন মহাজন, নয়ন গুহ, টিটু দে, রাজু শীল, রানা পাল, সোহেল সাহা, নন্দন কর্মকার, উজ্জ্বল পাল, পুলক শীল, রাজন রক্ষিত, জুয়েল দত্ত, প্রণব ত্রিপুরা, মিন্টু কুমার দে, বিশু সাহা, জীবন সরকার, রনজিত কর্মকার, জনি চৌধুরী, লিটন সরকার, তপন কান্তি দে, সুনীল আসাম ও বাবুল বাহাদুর থাপাকে সদস্য করা হয়েছে।
সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি অপর্ণা রায় দাস এবং সাধারণ সম্পাদক সমীর কুমার বসু স্বাক্ষরিত এক চিঠিতে এই কমিটি অনুমোদন করা হয়েছে।
এত বছর ধরে সনাতন ধর্মাবলম্বীদের পূজা ও ধর্মীয় নানান আয়োজনে নেতৃত্ব দিয়ে আসছিলো বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। রাঙামাটিতে এই কমিটি নিয়েও দীর্ঘ বিরোধের জেরে গঠিত হয়েছিলো পৃথক আরেকটি সংগঠন রাঙামাটি পূজা উদযাপন পরিষদ। এনিয়ে নানান সময় নানা সনাতন নেতৃবৃন্দের মধ্যে বিরোধ প্রকাশ্য আসার পাশাপাশি পৃথক পৃথকভাবে কর্মসূচি পালনেরও একাধিক ঘটনা ঘটেছিলো। এবার নতুন করে আরো একটি সংগঠন আত্মপ্রকাশ ঘটলো।