শুভ্র মিশু ॥
রাঙামাটিতে আবর্জনামুক্ত পরিচ্ছন্ন পর্যটন নগরী গড়ার লক্ষ্যে ডাস্টবিন বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়ছে। বুধবার সকালে রাঙামাটি পৌরসভা চত্বরে তৃতীয় নগর পরিচালনা ও অবকাঠামো উন্নতিকরণ প্রকল্পের আওতায় এই কার্যক্রমের উদ্বোধন করেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
তিনি বলেন, রাঙামাটিকে আবর্জনামুক্ত পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে পৌরসভার এমন উদ্যোগ সহায়ক ভূমিকা পালন করবে। শহরকে আবর্জনা মুক্ত রাখতে শুধু পৌরসভা নয় নাগরিকদেরও সচেতন হতে হবে। কারণ আমি বিদেশে এমন অনেক লোককে দেখেছি যারা যেখানে সেখানে ধুমপানতো দুরের কথা থুথুও ফেলেনি কিন্তু তারা দেশে এসে ধুমপান থুথু ফেলা থেকে যত্রতত্র ময়লা ফেলতে শুরু করে। আমরা বলি বিদেশে গেলে যেখানে যায় সেখানে চকচক করছে। তারা ময়লা করে না বলেই চকচক করছে আর আমরা ময়লা করি বলেই ময়লা হচ্ছে। আগে আমাদের সকলকে সচেতন হতে হবে এবং সচেতনতার উপর জোড় দিতে হবে, তবেই আমরা রাঙামাটিকে পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে পারবো। যদি রাঙামাটিকে পরিচ্ছন্ন রাখতে না পারি তাহলে পর্যটকরা এখানে আসবে না। তখন পর্যটকদের উপর নির্ভরশীল যেসকল খাত আছে সেসকল খাত ক্ষতির সমুখিন হবে। এই ডাস্টবিন বিতরণ কার্যক্রমকে সফল করতে হলে নাগরিকদের সচেতনতা বৃদ্ধিতে পৌরসভাকে কাজ করতে হবে।
এই প্রসঙ্গে বৃহত্তর বনরুপা ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মো. আবু সৈয়দ দৈনিক পার্বত্য চট্টগ্রামকে জানান, রাঙামাটি পৌরসভার এমন উদ্যোগকে স্বাগত জানাই। এর আগে বনরুপা ব্যবসায়ী কল্যাণ সমিতিও এমন উদ্যোগ গ্রহণ করেছিল। কিন্তু তদারকির অভাবে সেটি ভেস্তে যায়। এবার পৌরসভা আবার শুরু করেছে। আশা করছি ব্যবসায়ী ও সাধারণ জনগণ পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে সহায়তা করবে। আমরা সমিতির পক্ষ থেকে ব্যবসায়ীদের উদ্বুদ্ধ করবো, পাশাপাশি পৌরসভার প্রতি অনুরোধ থাকবে এই বিষয়ে তারা যেন তদারকি অব্যহত রাখে।
রাঙামাটি হোটেল ও রেস্টুরেন্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. নেকবর আলী জানান, এটি একটি সুন্দর উদ্যোগ, এই উদ্যোগের সফলতা কামনা করছি। আমরা হোটেল ব্যবসায়ীরা সার্বিক সহযোগীতা করবো। আমরাও চাই রাঙামাটি একটি পরিচ্ছন্ন নগরী হিসেবে পরিচিতি লাভ করুক।
রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মীর আবু তৌহিদ, প্যানেল মেয়র হেলাল উদ্দিন, কালায়ন চাকমা, জুবাইতুন নাহার প্রমুখ। এই প্রকল্পের আওতায় পৌর এলাকায় ৭ হাজার ডাস্টবিন বিতরণ করা হবে বলে জানান পৌর কর্তৃপক্ষ।