রাঙামাটি পৌরসভার স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার মাধ্যমে পৌরসভার সেবার মান উন্নয়নের লক্ষ্যে সচেতন নাগরিক কমিটি (সনাক), রাঙামাটি মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় পৌরসভার সন্মেলন কক্ষে পৌরসভা কর্তৃপক্ষের সাথে মতবিনিময় সভার আয়োজন করে। মতবিনিময় সভায় বক্তাগণ পৌরসভার কার্যক্রম, পৌরসভার সেবার মান নিয়ে জনগণের মুখোমুখি অনুষ্ঠান, ওয়ার্ড লেভেল কো-অর্ডিনেশন কমিটি, টাউন লেভেল কো-অর্ডিনেশন কমিটি, পরিষ্কার পরিচ্ছন্নতা ও অবর্জনা ব্যবস্থাপনা, পানীয় জল ব্যবস্থাপনা এবং বিবিধ ইত্যাদি নিয়ে আলোচনা করেন।
সভায় রাঙামাটি পৌরসভার মেয়র বলেন, বিগত কয়েক বছর যাবৎ উন্মুক্ত বাজেট প্রকাশ অনুষ্ঠান করা হচ্ছে। কিন্তু তিনি দুঃখ প্রকাশ করে বলেন, বান্দরবান ও খাগড়াছড়ি পৌরসভা সরকারী বরাদ্ধ পেলেও রাঙ্গামাটি পৌরসভা তেমন পায়না। তিনি আরো উল্লেখ করেন, অবৈধভাবে দখলকৃত জায়গা, বিভিন্ন অবৈধ স্থাপনা বা পার্কে দখলকারীদের উচ্ছেদ করার পক্ষে হলেও রাজনৈতিক, জাতিগত ও সামাজিক কারণে তা উচ্ছেদ করা সম্ভব হয়ে উঠে না। মেয়র বলেন আগামী বাজেট অনুষ্ঠান করার বিষয়ে পৌর সভাসদবর্গের সাথে সভায় সিদ্ধান্ত নেয়া হবে। পৌরসভার সেবার মানউন্নয়নে সনাক যেমন সহযোগিতা করে যাচ্ছে তেমনি তিনিও সহযোগিতা করে যাবেন, এই আশা ব্যক্ত করে তিনি সভা সমাপ্তি ঘোষনা করেন।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রাঙ্গামাটি পৌরসভার মেয়র সাইফুল ইসলাম চৌধুরী। উপস্থিত ছিলেন সনাক সদস্য অমলেন্দু হাওলাদার, স্বজন সদস্য বিহারী রঞ্জন চাকমা, পৌর সচিব, পৌর কাউন্সিলরবৃন্দ, পৌর কর্মচারী এবং ইয়েস সদস্যগণসহ টিআইবির কর্মকর্তাগণ। মতবিনিময় সভায় সঞ্চালনার দায়িত্ব পালন করেন এরিয়া ম্যানেজার পুলক রঞ্জন পালিত ।