থানচি প্রতিনিধি ॥
টানা বর্ষণে সাঙ্গু নদীর পানির প্রবাহ বৃদ্ধি পাওয়ায় প্রতিবছরের ন্যায় বর্ষা মৌসুমে বান্দরবানের থানচি উপজেলার দুর্গম তিন্দু রেমাক্রী ইউনিয়নের নৌপথে ঝুঁকিপূর্ণ এলাকা ভ্রমণের ওপর সাময়িকভাবে নিরুৎসাহিত করা হচ্ছে। থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহা: আবুল মনসুর এই তথ্য জানিয়েছেন।
বৃহস্পতিবার রাত থেকে বান্দরবানে থানচি উপজেলার পর্যটন কেন্দ্রগুলিতে পর্যটকদের ভ্রমণে নিরুসাহিত করা হচ্ছে। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত সকল নৌ চলাচল ও পর্যটকদের জন্য ভ্রমণ সর্তক অবস্থা জারি করা হয়।
এই ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহা: আবুল মনসুর বলেন, আবহাওয়াজনিত কারণে জানমালের ক্ষতি হতে পারে ধারণা করে সাঙ্গু নদীর নৌ পথে চলাচল ও পর্যটন কেন্দ্রগুলিতে ভ্রমণে প্রশাসনের সাময়িক সময়ের জন্য নিরুৎসাহিত করছে। তিনি আরও বলেন, বন্যা ও বৃষ্টি পরিস্থিতি স্বাভাবিক হলে খুলে দেয়া হবে।