সাইফুল হাসান:
সবাইকে সুশিক্ষা অর্জন করার মধ্য দিয়ে আদর্শ মানুষ হতে হবে। আদর্শ মানুষই দেশ ও জাতির কল্যাণে আসে। আমি অত বেশি ভালো ছাত্র ছিলাম না। কিন্তু আমার লক্ষ্য ছিলো। আমি আমার লক্ষ্য পূরণে কাজ করে গেছি। তাই আমি মনে করি প্রতিটি শিক্ষার্থীর লক্ষ্য থাকা উচিত এবং সে লক্ষ্যের জন্য কাজ করে যাওয়া উচিত।
রাঙামাটি সরকারি কলেজের একাদশ শ্রেণীর ওরিয়েন্টেশন ক্লাসে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশে এসব কথা বলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা। রোববার সকালে রাঙামাটি সরকারি কলেজের আয়োজনে এই একাদশ শ্রেণীর ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়।
ওরিয়েন্টেশন ক্লাসে কলেজের অধ্যক্ষ তুষার কান্তি বড়ুয়া সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর জাহিদা সুলতানা, শিক্ষক পরিষদের সম্পাদক শান্তনু চাকমা, রসায়ন সহযোগী অধ্যাপক নাজিম উদ্ দৌলাহ।
শুরুতে প্রধন অতিথিকে গার্ড অব অনার প্রদান করেন রাঙামাটি সরকারি কলেজের বিএনসিসি সদস্যরা। পরে একাদশ শ্রেণীর মানবিক, ব্যবসা ও বিজ্ঞান শাখার নিজ নিজ ক্লাস রুমে এই ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।