রাঙামাটি জেলার দুর্গম রাজস্থলী উপজেলায় কাপ্তাই ১১ আরই ব্যাটালিয়ানের উদ্যোগে গত ১০ ফেব্রুয়ারী বিকাল ৪ ঘটিকার সময় রাজস্থলী আর্মি ক্যাম্পে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার গন্যমান্য ব্যক্তিদের নিয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাজস্থলী আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার লেঃ তানজিদুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই ১১ আরই ব্যাটালিয়ানের অধিনায়ক লেঃ কর্নেল রেজাউল করিম পিএসসি। বিশেষ অতিথি ছিলেন ক্যাপ্টেন আবু সালেম, ক্যাঃ নাকিব, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও ২নং গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান উবাচ মারমা, ১নং ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান দীপময় তালুকদার, সহ স্থানীয় হেডম্যান, মেম্বার, কার্বারী, সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মত বিনিময় সভায় প্রধান অতিথি লেঃ কর্নেল মোঃ রেজাউল করিম পিএসসি বলেন, শান্তি সম্প্রীতি উন্নয়ন এ স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য অঞ্চলে উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাই এলাকায় মান্তি শৃঙ্খলা বজায় থাকলে এলাকায় উন্নয়ন করতে আগ্রহ আরো বৃদ্ধি পাবে বলে তিনি মনে করেন। তাই এলাকায় স্থানীয় জনপ্রতিনিধিদের সজাগ থেকে প্রশাসনকে সার্বিক সহযোগিতা করার অনুরোধ জানান। আলোচনা সভা শেষে বাঙ্গালহালিয়া ইউনিয়নের দিন মজুর মোঃ গনি সানার দ্বিতীয় প্রতিবন্ধি সন্তান মোঃ খায়রুল ইসলাম(১৪) এবং মোঃ লিটন এর পুত্র মাকিব (৭) কে ২টি হুইল চেয়ার বিতরণ করা হয়।