মিশু মল্লিক ॥
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুবদল রাঙামাটি জেলা শাখার আয়োজনে র্যালি, সমাবেশ ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে শহরের পৌরসভা চত্ত্বর থেকে র্যালি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিএনপি জেলা কার্যালয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সহ-সম্পাদক ও জেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট দীপেন দেওয়ান। এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশীদ মামুন, সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম শাকিল। জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. নূরনবী’র সভাপতিত্বে এতে বিশেষ বক্তার বক্তব্য রাখেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু সাদাত মো. সায়েম। জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মো. নাজিম উদ্দিনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন জেলা যুবদলের সহ-সভাপতি আব্দুল মামুন, সাংগঠনিক সম্পাদক ইউসুফ চৌধুরী, শহর যুবদলের আহ্বায়ক সিরাজুল মোস্তফা, সদর যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন, শহর যুবদলের সদস্য সচিব কামাল হোসেন, সদর যুবদলের আহ্বায়ক রহিম উদ্দিন।
প্রধান বক্তা মনিস্বপন দেওয়ান বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে সকল রাজনৈতিক দলের ঐক্য প্রয়োজন। সকলের ঐক্যের মাধ্যমেই আগামীর বাংলাদেশ বির্নিমাণ করতে হবে। তিনি আরো বলেন, শেখ হাসিনা এখন অতীত হয়ে গেছে। তাকে নিয়ে ভাবার আর কিছু নেই। দেশে অনেকগুলো পাওয়ারফুল করিডোর আছে, যারা দেশকে আবারো আগের অবস্থায় নিয়ে যেতে চায়, আমরা যাতে সেই ফাঁদে পা না দিই।
প্রধান অতিথি এডভোকেট দীপেন দেওয়ান বলেন, যুবদলকে জননেতা তারেক রহমানের আদর্শে পথ চলতে হবে। পাশাপাশি যেসকল গুটিকয়েক নেতাকর্মী দলের ভাবমূর্তি ক্ষুণœ করতে চাই তাদের ব্যাপারে সচেতন থাকতে হবে যাতে তারা দলকে কলঙ্কিত করতে না পারে। পাশাপাশি তিনি সবাইকে নির্বাচনের প্রস্তুতি নিয়ে মাঠে থাকারও আহবান জানান।
আলোচনা সভা শেষে দুস্থদের মাঝে বিনামূল্যে চক্ষু ও স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।