মেহেরাজ হোসেন সুজন,নানিয়ারচর
নানান প্রচেষ্টায়ও নৈকট্য বাড়ছে না নানিয়ারচর আওয়ামীলীগের সভাপতি-সেক্রেটারির। গত কয়েকমাসের বিরোধ জেলা আওয়ামীলীগের চেষ্টায় দৃশ্যত ম্রিয়মান মনে হলেও ঠিকই দলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচীতে এসে যেনো ফের প্রকাশ্যে আসলো। সভাপতি আব্দুল ওয়াহাব হাওলাদার আর সাধারন সম্পাদক ইলিপেন চাকমা নিজ নিজ অনুসারিদের নিয়ে পৃথকভাবে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচী পালন করে প্রমাণ করেই যেনো দিলেন, বিরোধ এত সহসাই কমছে নাহ্ !
আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে। এতে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সুজিত তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য ইলিপন চাকমা,আলোচনা সভার পর কেক কেটে উদযাপিত হয় আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী।
অন্যদিকে বিকেল চারটায় আরেকটি কর্মসূচি পালন করা হয়।নানিয়ারচর উপজেলার সদর বাজারে র্যালী, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমালা অর্পণ ও উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভা করা হয় এতে ২নং সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নিখিল দাশের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, নানিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাব হাওলাদার। আলোচনা সভার পর কেক কেটে উদযাপিত হয় আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী।
পৃথক পৃথক ব্যানারে আয়োজিত হলেও এই দুই কর্মসূচীতে পৃথকভাবেই উপস্থিত ছিলেন সভাপতি ও সম্পাদক। কিন্তু কেনো ? সেই প্রশ্নের জবাব নিয়ে জমে উঠেছে নানান আলোচনা তৃণমূল নেতাকর্মীদের মধ্যেই। এখন দেখার পালা জেলা আওয়ামীলীগ বিষয়টিকে কিভাবে দেখে।
তবে রাঙামাটি জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী মুছা মাতব্বর বলছেন,আমি বিষয়টি জানিনা। এখনই খোঁজ নিচ্ছি। যদি এরকম কিছু হয় তবে আমরা অবশ্যই কঠোর পদক্ষেপ নিব।’