নিজস্ব প্রতিবেদক
৪২তম ন্যাশনাল ক্রিকেট প্রতিযোগিতায় কুমিল্লার কাছে ৯০ রানে হেরেছে রাঙামাটি জেলা দল। রবিবার পিরোজপুর ভেন্যুতে রাঙামাটি জেলা দল প্রথম খেলায় কুমিল্লার মুখোমুখি হয়।
সকালে টসে জিতে রাঙামাটি জেলা দল ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। কুমিল্লা জেলা দল ৪৮.২ ওভারে ২৩৩ রান সংগ্রহ করে অলআউট হয়ে যায়। কুমিল্লার তাহমিদ ৬০ রান, আনোয়ার ৪০ রান, স্বপন কুমার ৩১ রান ও নাহিদ হাসান ২০ রান করেন। রাঙামাটির পক্ষে রিটুন ত্রিপুরা ৩টি, রিপু মারমা ২টি ও আসিফ হোসেন ২টি করে উইকেট নেন।
মধ্যাহ্ন বিরতির পর রাঙামাটি জেলা দল ২৩৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে মাত্র ৪৫.২ ওভারে ১৪৩ রানে অলআউট হয়ে ৯০ রানের পরাজয় বরন করে। রাঙামাটির পক্ষে লেথাম ২৭ রান, মোদাচ্ছের ২৫ রান ও শান্ত ২৩ রান করেন। কুমিল্লার তাহমিদ ও স্বপন তিনটি করে উইকেট নেন। কুমিল্লার তাহমিদ হাসান ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন।
রাঙামাটি দ্বিতীয় খেলায় আগামী ৭ মার্চ কক্সবাজার জেলা দল ও ১০ মার্চ শেরপুর জেলা দলের সাথে খেলবে। দলের সাথে ম্যানেজার হিসেবে আহম্মেদ হুমায়ন কবির ও কোচ হিসেবে মহিতোষ দেওয়ান রয়েছেন।