লংগদু প্রতিনিধি
গত ১৯ মে ‘সরকারের পদত্যাগ, দূর্নীতি, গায়েবি মামলা ও গণগ্রেপ্তারের’ প্রতিবাদ ও ১০ দফা দাবিতে রাজশাহীতে বিএনপির সমাবেশ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কবরস্থানে’ পাঠানো হবে হুমকি দেন জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদ। এই বক্তব্য দেশকে নেতৃত্বশূণ্য করার গভীর ষড়যন্ত্র বলে মন্তব্য করেন লংগদু উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু।
‘প্রধানমন্ত্রীকে হত্যার হুমাকি’র প্রতিবাদে সোমবার সকালে উপজেলা আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের ব্যানারে লংগদুতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবুর নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদের সামনে আমতলায় এসে প্রতিবাদ সভায় মিলিত হয়।
সভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রীকে যেভাবে হত্যার হুমকি দেওয়া হয়েছে তা ক্ষমার অযোগ্য। এটি একধরনের গভীর ষড়যন্ত্রের অংশ এবং এর মধ্যে দিয়ে আবারো কোনো নীলনকশা বাস্তবায়নের চেষ্টা করা হচ্ছে।
উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ সেলিম’র সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শিপুর সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আব্দুল আলী, গুলশাখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, মাইনীমূখ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বেলাল হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি মো. চান মিয়া, উপজেলা ছাত্র লীগের সাংগঠনিক সম্পাদক আল মাহামুদ, মহিলা আওয়ামীলীগের সভাপতি তানিয়া আফরোজ হাওয়া প্রমূখ।