জাকির হোসেন,দীঘিনালা
সদ্য প্রয়াত প্রথম আলোর দীঘিনালা প্রতিনিধি, সাংবাদিক পলাশ বড়ুয়ার পরিবারের পাশে দাঁড়িয়েছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ।
শনিবার বিকেলে তাঁর মরণোত্তর ধর্মীয় শ্রাদ্ধক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যে খাপাজেপ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপুর পক্ষে প্রয়াতের স্ত্রী উর্মি বড়ুয়ার হাতে নগদ পঞ্চাশ হাজার টাকা তুলে দেন পরিষদের জনসংযোগ কর্মকর্তা চিংলামং চৌধুরী।
এসময় খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী, সাধারন সম্পাদক সৈকত দেওয়ান এবং নির্বাহী সদস্য রূপায়ন তালুকদার উপস্থিত ছিলেন।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী জানিয়েছেন, তিনি দাপ্তরিক প্রয়োজনে জরুরীভাবে ঢাকায় যাচ্ছেন। সাংবাদিক পলাশ বড়ুয়ার পরিবারের পাশে থাকার জন্য সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা’র নির্দেশনা অনুযায়ী সব ধরনের পদক্ষেপ নেয়া হবে।