দীঘিনালা প্রতিনিধি
খাগড়াছড়ির দীঘিনালায় “প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ন” প্রকল্পে প্রশিক্ষন শেষে ল্যাপটপ পেল পঁচিশজন নারী। উপজেলার দীঘিনালা সরকারি উচ্চ বিদ্যালয়ের আইসিটি সেন্টারে দীর্ঘ ৬মাস প্রশিক্ষনের পর সোমবার আনুষ্ঠানিকভাবে সমাপনি ঘোষনা করা হয়।
প্রশিক্ষক মো. আনিসুর রহমান জানান, মহিলা ই-কমার্স পেশাদারের ওপর উপজেলা পঁচিশ নারীকে ৬মাস প্রশিক্ষন দেওয়া হয়েছে। আইসিটি বিভাগের একটি প্রকল্পের আওতায় সরকারের অর্থায়নে বিনামূল্যে এ প্রশিক্ষনের ব্যবস্থা করা হয়। প্রত্যেক প্রাশক্ষানার্থীকে বিনামূল্যে একটি করে ল্যাপটপও দেওয়া হয়েছে। পঁচিশজন প্রশিক্ষনার্থীর মধ্যে দুইজন গৃহবধু আর বাকিরা সকলেই বিভিন্ন কলেজ পড়–য়া শিক্ষার্থী। মূলত ঘরে বসে উপার্জন করার লক্ষ্য নিয়ে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ই-কমার্স ওয়েবসাইট তৈরির বিষয়ে ১১০টি মডেলের ওপর প্রশিক্ষন দেওয়া হয়েছে। প্রশিক্ষণপ্রাপ্তরা মনযোগী কাজ করলে চাকুরী বা অন্যের উপর নির্ভরতা কমিয়ে নিজেরা ঘরে বসে উপার্জন করতে পারবে।
প্রশিক্ষন গ্রহনকরা নাজমুন নাহার প্রিয়তী জানান, সরকারের এমন একটি প্রকল্পে কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা প্রশিক্ষন গ্রহন করে অনেক উপকৃত হয়েছে। প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উপার্জন করা যায় এরকম ধারনাই আগে ছিলনা। এখন বিনামূল্যে প্রশিক্ষন এবং ল্যাপটপ পেয়ে ডিজিটাল শব্দটার সাথে যেমন বিশেষ পরিচয় হয়েছে, তেমনি নিজেদের অর্থনৈতিক উন্নতিরও পথ সৃষ্টি হয়েছে। তাই বর্তমান সরকারের প্রতি নতুন প্রজন্ম অনেক কৃতজ্ঞ।
প্রশিক্ষন শেষে ল্যাপটপ পেলো পঁচিশ শিক্ষার্থী
Previous Article শতবর্ষী এক বটবৃক্ষ বাঁচাতে একাট্টা ট্রাইবালআদামবাসি
Next Article রাঙামাটিতে বজ্রপাতে ২ জনের মৃত্যু,আহত ৭
এই বিভাগের আরও সংবাদ
সম্পাদকঃ ফজলে এলাহী
নির্বাহী সম্পাদকঃ হেফাজত সবুজ
প্রধান কার্যালয়
পৌর মার্কেট, দ্বিতীয় তলা, পৌরসভা এলাকা, রাঙামাটি-৪৫০০
ফোন : ০১৭১৮৫৪৭৮৭৮, ০১৬১৮৫৪৭৮৭৮।
ইমেইল : pahar24news@gmail.com
পাহাড়ের সংবাদ
আমাদের সম্পর্কে
© 2024 All Rights Reserved pahar24.com. Developed by MicroWeb Technology.