রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা বলেছেন, পার্বত্য জেলার প্রত্যন্ত এলাকায় বসবাসরত নারীদের নিরাপদ প্রসব নিশ্চিতকরণের মাধ্যমে সুস্থ শিশুর জন্মদান এবং মাতৃমৃত্যু ও নবজাতক মৃত্যুর হার কমানোর লক্ষ্যে প্রশিক্ষণের কোনও বিকল্প নেই। তিনি বলেন, প্রশিক্ষণ গ্রহণ করতে কোনও বয়সের প্রয়োজন হয় না। প্রশিক্ষণ গ্রহণ মানে অভিজ্ঞতা অর্জন ও নিজের দক্ষতা বৃদ্ধি করা। তিনি বলেন, প্রশিক্ষণে অর্জিত অভিজ্ঞতা ও দক্ষতা নিজের পরিবারের এবং সমাজের উন্নয়নে সর্বদা কাজে লাগাতে পারলেই নিজেকে একজন প্রকৃত স্বাস্থ্যকর্মী হিসেবে পরিচয় দিতে পারবে।
সোমবার সকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে ইউএনএফপিএ বাংলাদেশের সহায়তায় আয়োজিত প্রসবের তৃতীয় ধাপের সক্রিয় ব্যবস্থাপনা এবং প্রসব পরবর্তী রক্তক্ষরণ ব্যবস্থাপনা শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান একথা বলেন।
রাঙামাটি পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক বেগম সাহানওয়াজের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখেন রাঙামাটি সিভিল সার্জন ডাঃ ¯েœহ কান্তি চাকমা, রাঙামাটির ইউএনএফপিএ’র প্রতিনিধি ডাঃ হেলেন চাকমা। ফ্যাসিলিটেটর হিসেবে ডাঃ রওনক জাহান, মা ও শিশু ক্যলাণ কেন্দ্রের মেডিকেল অফিসার (ক্লিনিক) কনসালট্যান্ট ডাঃ লেনিন তালুকদার এবং ডাঃ বেবী ত্রিপুরা সহয়তা প্রদান করেন।
প্রশিক্ষণ কর্মশালায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ পর্যায়ে কর্মরত মাতৃস্বাস্থ্য সেবাদানকারীগণ সিনিয়র স্টাফ নার্স, এসএসিএমও, সিএসবিএ, সিএইচসিপি এবং এফডব্লিউভি’র স্বাস্থ্যকর্মীগণ প্রশিক্ষণার্থী হিসাবে অংশগ্রহণ করেন।