সাইফুল হাসান
প্রাচীন বাংলার ঐতিহ্য সংস্কৃতি তুলে ধরতে “অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় শিল্প নিয়ে পৌঁছে যাবো আমরা উন্নতির শিখরে” এ স্লোগানে গণজাগরণের শিল্প আন্দোলন এর অংশ হিসেবে রাঙামাটিতে গণজাগরণের পালাগান অনুষ্ঠিত হয়েছে। রোববার (০১ অক্টোবর) বিকালে রাঙামাটি জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা শিল্পকলার আয়োজনে এ পালাগান অনুষ্ঠিত হয়।
পালাগান পরিবেশন করেন আলেয়া বেগম ও দেলোয়ার হোসেনের দল। পালার নাম ছিলো গুরু-শিষ্য। পালাগানের সুরে সুরে সৃষ্টি ও স্রষ্টার গুণগান সহ বাংলার ঐতিহ্য তুলে ধরেন শিল্পিরা।
পালাগান অনুষ্টানে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা শিল্পকলার সহ-সভাপতি নিরুপা দেওয়ান, সাধারণ সম্পাদক মুজিবুর হক বুলবুল, যুগ্ম সম্পাদক মনোজ বাহাদুর গুর্খা, রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনতোষ মল্লিক, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার, জেলা শিল্পকলা একাডেমির কালর্চারাল অফিসার অনুচিনন্তিয়া চাকমা, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সাধারণ সম্পাদক উৎপল বড়ুয়া, রবিন্দ্র সংগীত সম্মিলন পরিষদের সাধারণ সম্পাদক স্নেহাশিস বড়ুয়া।
পালাগান শেষে অতিথিরা বলেন, পালাগান হচ্ছে প্রাচীন বাংলার ধারকবাহক। প্রাচীন বাংলার শিল্প সংস্কৃতি আমাদেরকে তুলে ধরতে হবে। এ সংস্কৃতির মাঝে লুকিয়ে আছে বাংলার হাজারো গল্প, হাজারো স্মৃতি। আমাদের সে ঐতিহ্য ও সংস্কৃতি ভুলে গেলে চলবে না। এসবের মাঝেই বেঁচে আছে বাংলার গৌরব।