সাইফুল হাসান
প্রচন্ড খরা ও তীব্র গরম হতে পরিত্রাণ পাওয়ার জন্য মহান আল্লাহর রহমত কামনায় সালাতুল ইস্তেস্কার নামাজ আদায় করলেন রাঙামাটির বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক মানুষ। বৃহস্পতিবার সকালে সুন্নি ওলামা পরিষদের আয়োজনে রাঙামাটির কেন্দ্রীয় জানাযা মাঠ প্রাঙ্গণে এই নামাজ অনুষ্ঠিত হয়।
নামাজ পরিচালনা করেন আহলে সুন্নত ওয়াল জামা’আত রাঙ্গামাটি জেলার সভাপতি মাওলানা মুস্তফা হেজাজী। এসময় আরও উপস্থিত ছিলেন সুন্নি ওলামা পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ ও জেলা শহরের বিভিন্ন মসজিদ ও মাদ্রাসার আলেম-ওলামাগণ।
নামাজ আদায় শেষে মোনাজাতে প্রচন্ড খরা ও তীব্র গরম হতে পরিত্রাণ দিয়ে দেশের উপর রহমত বর্ষনের প্রার্থনা করা হয়। এতে মুসল্লিরা চোখের পানি ঝড়িয়ে আল্লাহর দরবারে বৃষ্টির জন্য মোনাজাত করেন। এরকম কষ্ট যন্ত্রণা থেকে বিশে^র সকল জীবজন্তু প্রশান্তি ও সকল জাতি ধর্মের মানুষের কষ্ট লাগোবের জন্য দোয়া করা হয়।
আহলে সুন্নত ওয়াল জামা’আত রাঙামাটি জেলার সভাপতি মাওলানা মুস্তফা হেজাজী বলেন, ইস্তেস্কার নামাজ রসুল সাল্লাহু আলাইহি ওয়াসসাল্লামের সুন্নত। তিনি সাহাবিদের নিয়ে বৃষ্টির প্রার্থনায় এই নামাজ আদায় করেছিলেন। ইসলামের ইতিহাস বলে যারা ওলি আউলিয়াসহ বুজর্গ ছিলেন তারা বৃষ্টির আশায় এই নামাজ আদায় করতেন এবং নামাজ আদায়ের পরেই বৃষ্টি বর্ষন হতো। আশা করি আল্লাহ আমাদের সকল গুনা মাফ করে আমাদের উপর রহমতের বৃষ্টি দান করবেন।