শুভ্র মিশু
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ২৯৯নং রাঙামাটি পার্বত্য আসনে প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন জনসংহতি সমিতি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী ঊষাতন তালুকদার। শুক্রবার সকালে রিটার্নিং অফিসার বরাবরে উপস্থিত হয়ে আবেদন জমা দেন তিনি।
আবেদন জমা দিয়ে ঊষাতন তালুকদার সাংবাদিকদের বলেন, দেশের সার্বিক পরিস্থিতি ও দলীয় সিদ্ধান্তের কারণে প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছি।
এই সময় তার সাথে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির জেলা সভাপতি গঙ্গামানিক চাকমা, সাধারণ সম্পাদক নগেন্দ্র চাকমা ও সচিন চাকমা।
এই হেভিওয়েট প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয়ায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে মাঠে রয়েছেন আওয়ামীলীগ প্রার্থী দীপংকর তালুকদার, জাতীয় পার্টির হারুনুর রশিদ, বাংলাদেশ সংস্কৃতি মুক্তিজোটের অমর কুমার দে ও তৃণমূল বিএনপির মো. মিজানুর রহমান।
রাঙামাটির রিটার্নিং অফিসার মোহাম্মদ মোশারফ হোসেন খান জানান, স্বতন্ত্র প্রার্থী ঊষাতন তালুকদার আবেদনে ব্যক্তিগত কারণ দেখিয়ে প্রার্থীতা প্রত্যাহারের আবেদন করেছেন। তা গৃহীত হয়েছে। এখন পর্যন্ত নির্বাচনের মাঠে চারজন প্রার্থী রয়েছে।
প্রসঙ্গত: ২০০৮ সালে প্রথমবারের মতো নির্বাচনে অংশ নেন জনসংহতি সমিতির নেতা সাবেক গেরিলা নেতা ঊষাতন তালুকদার। ২০১৪ সালের নির্বাচনে তিনি বিজয়ী হন এবং ২০১৮ সালের নির্বাচনে তিনি ১ লাখ ৮ হাজার ভোটের পেয়েও পরাজিত হন। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি নির্বাচন কমিশনে নিবন্ধন না থাকায় স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করে দলটি।