খাগড়াছড়িতে দুই দিনব্যাপী ফলপ্রসু কৃষি তথ্য বিস্তার বিষয়ক এক কর্মশালা বুধবার শেষ হয়েছে। দশটি কৃষি অঞ্চলে কৃষি তথ্য সার্ভিসের কার্যক্রম নিবিড়করণ (আইএআইএস) প্রকল্প, কৃষি তথ্য সার্ভিস, খামারবাড়ি, ঢাকার আয়োজনে “Preparation of Effective Content for Agricultural Information Dissemination through Mass Media”-র ওপর দুই দিনব্যাপি এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
খাগড়াছড়ির খেজুরবাগান হর্টিকালচার সেন্টার প্রশিক্ষণ কক্ষে এই কর্মশালার আয়োজন করা হয়।
মঙ্গলবার শুরু হওয়া সেমিনারে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আব্দুল মতিন। আইএআইএস প্রকল্পের প্রকল্প পরিচালক অঞ্জন কুমার বড়–য়ার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষি তথ্য সার্ভিস, ঢাকার ফার্ম ব্রডকাস্টিং অফিসার ড. মো. জাহাঙ্গীর আলম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খাগড়াছড়ির শস্য উৎপাদন বিশেষজ্ঞ আবুল কাশেম। কৃষি তথ্য সার্ভিস রাঙামাটির আঞ্চলিক পরিচালক তপন কুমার পাল অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে উপ পরিচালক মোঃ আব্দুল মতিন বলেন, কৃষি তথ্য বিস্তারে বিভিন্ন গণমাধ্যম টেলিভিশন, রেডিও, সংবাদপত্রের বিরাট ভূমিকা রয়েছে। বিশেষ করে পার্বত্যাঞ্চলে এর গুরুত্ব আরো বেশি। তাই বিভিন্ন গণমাধ্যমে কৃষি বিষয়ক তথ্যাবলী কিভাবে পরিবেশন করলে তা কৃষক পর্যায়ে অধিকতর গ্রহণযোগ্য হবে তা এ সেমিনার থেকে সংশ্লিষ্ট সকলে ভালমত অবহিত হতে পারবেন। গবেষণালব্ধ কৃষি বিষয়ক প্রযুক্তি বা ফলাফল যাতে কৃষকরা সহজে গ্রহণ করতে পারেন সেবিষয়ে সরকারি, বেসরকারি ও গবেষণা প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় সাধন করে তা সম্প্রসারণ করতে হবে বলেও তিনি মত প্রকাশ করেন।
সেমিনারে বিভিন্ন কারিগরি সেশনে চারটি প্রবন্ধ উপস্থাপিত হয়। প্রতিটি কারিগরি সেশনে প্রবন্ধ উপস্থাপনের পর বিষয়বস্তুর উপর মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। সেমিনারে খাগড়াছড়ি পার্বত্য জেলার বিভিন্ন উপজেলা ও জেলা পর্যায়ের কৃষি ও কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি, বেসরকারি, গবেষণা প্রতিষ্ঠানের ৩০ জন কর্মকর্তা/বিজ্ঞানী অংশগ্রহণ করেন।