নিজস্ব প্রতিবেদক
শেখ কামাল বিসিবি অনুর্ধ্ব-১৮ বয়সভিত্তিক জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা ২০২৩-২৪ এর চট্টগ্রাম বিভাগীয় অঞ্চলের কুমিল্লা স্টেডিয়ামের ‘সি’ গ্রæপের খেলায় বুধবার ফেনী জেলা দলের কাছে ১০ উইকেটে পরাজিত হয় রাঙামাটি জেলা দল। রাঙামাটি তাদের প্রথম ম্যাচে ফেনী জেলা দলের সাথে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। রাঙামাটি জেলা দল ২৫.৩ ওভারে মাত্র ৫৭ রান সংগ্রহ করে অলআউট হয়ে যায়। রাঙামাটির আশরাফুল ইসলাম দলীয় সর্বোচ্চ ১১ রান করে! ফেনী জেলার পক্ষে আলামিন রনি ৪টি উইকেট লাভ করেন।
মধ্যাহ্ন বিরতির পর ফেনী জেলা দল ৫৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে মাত্র ৫ ওভারে কোন উইকেট না হারিয়ে ৫৮ রান সংগ্রহ করে জয়লাভ করে। আগামী ২৪ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলার সাথে এবং ২৬ নভেম্বর নোয়াখালী জেলার সাথে রাঙামাটির দুটি ম্যাচ রয়েছে।
রাঙামাটির জেলা দলের ম্যানেজার হিসেবে বেনু দত্ত ও কোচ শ্যামল ত্রিপুরা রয়েছেন।