বিশেষ প্রতিবেদক, বান্দরবান
মিয়ানমারে চলমান সংঘাতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তপথে ফের পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে মিয়ানমারের ৩ সেনা সদস্য। শনিবার সকালে ঘুমধুমের তুমব্রæ সীমান্তপথে তারা বাংলাদেশে অনুপ্রবেশ করে। পালিয়ে আসা মিয়ানমারের তিন সেনা সদস্যদের নিরস্ত্র করে বিজিবি ১১ ব্যাটেলিয়ানের হেফাজতে রাখা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ জাকারিয়া জানান, মিয়ানমারের অভ্যন্তরে বিদ্রোহীদের সঙ্গে সরকারের বাহিনীদের চলমান সংঘাতে নতুন করে ৩ জন মিয়ানমারের সেনা সদস্য পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। তাদের নিরস্ত্র করে বিজিবি হেফাজতে রাখা হয়েছে।
জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনী জানায়, মিয়ানমারের অভ্যন্তরে বিদ্রোহী আরাকান আর্মি (এএ) সঙ্গে মিয়ানমারের সরকারের জান্তা বাহিনীর দীর্ঘদিন ধরে সংঘাত চলমান রয়েছে। সংঘাতে টিকতে না পেরে বিভিন্ন সময়ে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেন মিয়ানমার সরকারের বিভিন্ন বাহিনীর সদস্যরা। গত ১১ মার্চ নাইক্ষ্যংছড়ির জামছড়ি সীমান্ত দিয়ে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় ১৭৯ জন মিয়ানমারের সেনা, বিজিপি সদস্য। তাদের নিরস্ত্র করে বর্তমানে নাইক্ষ্যংছড়ি সদর বিজিবি ব্যাটালিয়নের হেফাজতে রয়েছে। আশ্রয় নেয়াদের মিয়ানমারের ফেরত পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।
অপরদিকে ফের ঘুমধুমের তুমব্রু সীমান্ত দিয়ে মিয়ানমারের ৩ সেনা সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পালিয়ে আসা মিয়ানমারের ৩ সেনা সদস্যদেরকে নিরস্ত্র করে বিজিবির হেফাজতে রাখা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেন বান্দরবানের জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দীন বলেন, নতুন করে তিন মিয়ানমারের সেনা সদস্য পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। এরআগে ১৭৯ জন মিয়ানমারের সেনা, বিজিপি সদস্য আশ্রয় নেন। তাদের নিরস্ত্র করে বিজিবি হেফাজতে রাখা হয়েছে। আলোচনার মাধ্যমে আশ্রয় নেয়াদের মিয়ানমারের ফেরত পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।