মেহেরাজ হোসেন সুজন, নানিয়ারচর
‘বঙ্গবন্ধুকে হত্যা করে দেশকে নেতৃত্বশূন্য করাই ছিল তাদের লক্ষ্য। কিন্তু এ লক্ষ্য তাদের বাস্তবায়ন হয়নি বঙ্গবন্ধু তনয়া প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ গড়তে আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তব রূপ দিতে আমাদের কাজ করতে হবে’ বলে জানিয়েছেন নানিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রগতি চাকমা।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করেছে নানিয়ারচর উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে নানিয়ারচর উপজেলা পরিষদ চত্বরের বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহরিয়ার মুক্তার।
এ সময় নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রগতি চাকমা, জেলা পরিষদের সদস্য ইলিপন চাকমা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ নুর জামাল হাওলাদার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নূয়েন খীসা, নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুজন হালদারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে ১ মিনিট নিরবতা পালন এবং দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়। পরে উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এছাড়াও জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরষ্কার বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে নানিয়ারচর উপজেলা প্রশাসন।