নিজস্ব প্রতিবেদক ॥
রাঙামাটিতে সদর উপজেলা পর্যায়ে শেষ হয়েছে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট। বৃহস্পতিবার রাঙামাটি চিং হ্লা মং মারী স্টেডিয়ামে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে বালকদের ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছে কুতুকছড়ি সরকারি প্রাথমিক সরকারি বিদ্যালয়। তারা টাইব্রেকারে শাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। আর বালিকা ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছে মগবান ইউনিয়নের হাজাছড়ি মারমাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। তারা বসন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ককে ১-০ গোলে পরাজিত করে।
খেলা শেষে সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) জগদীশ চাকমা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন। এসময় আসামবস্তি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর কুমার দে, কাঁঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলম, স্বর্ণটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজির আহম্মদ তালুকদারসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টে সাতটি দল প্রতিদ্বন্দ্বিতা করে। বিজয়ী দুই দল পরবর্তীতে জেলা পর্যায়ে অংশগ্রহণ করবে।