ইয়াছিন রানা সোহেল॥
জাতির জনক বঙ্গবন্ধুর শান্তির বার্তা তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ-বিদেশে ছড়িয়ে দিচ্ছেন বলে মন্তব্য করেছেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। তিনি বলেন, ১৯৭৩ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জুলিও কুরি শান্তি পুরস্কার পেয়েছেন। ১৯৯৭ সালে পার্বত্য চট্টগ্রামের শান্তি চুক্তির জন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নাম শান্তিতে নোবেল পুরস্কারের জন্যও অনেক দুর এগিয়ে গিয়েছিল। ভারতের অর্থনীতিবিদ অমর্ত্য সেন সেবার নোবেল না পেলে হয়তো পার্বত্য চট্টগ্রামের শান্তি চুক্তির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা শান্তির জন্য নোবেল পুরস্কার পেতেন। তিনি বলেন আমার সৌভাগ্য হচ্ছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে নোবেল পুরস্কার দেয়ার জন্য নোবেল কমিটির কাছে যে প্রস্তাব পাঠানো হয়েছে সেই প্রস্তাবে স্বাক্ষর করেছিলাম আমি। এটা তার জন্য অনেক গর্বের বিষয় বলে মন্তব্য করেন দীপংকর তালুকদার। রাঙামাটি শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তালুকদার এমপি এসব কথা বলেন।
রবিবার বিকেলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে রাঙামাটি জেলা প্রশাসন।
রাঙামাটি জেলাপ্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন রাঙামাটি পাবলিক কলেজের অধ্যক্ষ তাছাদ্দিক হোসেন কবির। বক্তব্য রাখেন পুলিশ সুপার মীর আবু তৌহিদ। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মাহমুদ, অতিরিক্ত জেলাপ্রশাসক(সার্বিক) মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলাপ্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাসরিন সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ জাহেদুল ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে স্থানীয় শিল্পীরা। এছাড়া বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। দিনটি উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে একশজন শিক্ষার্থীর মাঝে ডাক টিকেট বিতরণ করা হয়।
#