নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি
খাগড়াছড়িতে নাচে গানে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে বই বিতরণ করা হয়েছে। সোমবার সকালে জেলা সদরের সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে বই উৎসবের আয়োজন করা হয়। নতুন বই পেতে চোখে মুখে হাসি আর উচ্ছ¡াস নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে জড়ো হন শহরের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকরা। একইসাথে পেলেন চাকমা, মারমা ও ত্রিপুরা জনগোষ্ঠীর স্ব স্ব মাতৃভাষার পাঠ্যপুস্তক।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রæ চৌধুরী অপু। বই বিতরণ উৎসবের শুরুতে বিদ্যালয় প্রাঙ্গণে প্রাথমিক শিক্ষার্থীদের নাচ-গান পরিবেশিনের পরই শুরু হয় সরকারের বিনামূল্যে বই বিতরণ। এ সময় প্রধান অতিথি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষাকে গুরুত্ব দিয়েছেন বলেই দেশের শিক্ষার্থীরা বই উৎসবের মাধ্যমে আজ বিনামূল্যে বই পাচ্ছে। যা পৃথিবীর ইতিহাসে একমাত্র উদাহারণ। সরকারের সাফল্য, অর্জন ও স্বপ্ন বাস্তবায়নে শিক্ষার কোন বিকল্প নেই বলে মন্তব্য করেন চেয়ারম্যান মংসুইুপ্রæ চৌধুরী অপু।
খাগড়াছড়ি জেলায় প্রাক-প্রাথমিক এবং ১ম হতে ৫ম শ্রেণি পর্যন্ত ১ লাখ ৭ হাজার ৪২৪ জন ছাত্র-ছাত্রীর বিপরীতে বইয়ের চাহিদা ছিল ৪ লাখ ত্রিশ হাজার ৩৬৭ টি। প্রাথমিক স্তরের সব শিক্ষার্থী শতভাগ বই পেলেও মাধ্যমিক পর্যায়ে ৮৭ হাজার ২৪০ ছাত্র-ছাত্রী নতুন বই পাবে। এদেরমধ্যে চাহিদার তুলনায় বছরের প্রথম দিনে অর্ধেকের বেশি নতুন বই পেয়েছে ছাত্র-ছাত্রীরা। জানিয়েছেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রোমানা আক্তার।
এদিকে এ বছর চাকমা, মারমা ও ত্রিপুরা জনগোষ্ঠীর ৩৮ হাজার ২৯১ শিক্ষার্থীর মাঝে এক লাখ ৫ হাজার ১১২ টি বই পেয়েছে নিজ নিজ মাতৃভাষার।
একই সময়ে খাগড়াছড়ি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বই উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতের বই তুলে দেন জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান।