পানছড়ি প্রতিনিধি ।।
খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় বজ্রপাতে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। গৃহবধুর নাম বীরবালা ত্রিপুরা (৩৫)। সে উপজেলার ৪নং লতিবান ইউপির ৩নং ওয়ার্ডের গঙ্গারামপাড়ার দীপন কান্তি ত্রিপুরার সহধর্মিনী।
স্থানীয় ইউপি সদস্য কলনজয় ত্রিপুরা জানান, বিকাল আনুমানিক সাড়ে চারটার দিকে রান্নাঘরে থাকা অবস্থায় তিনি বজ্রপাতে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পানছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মেডিকেল অফিসার ডাক্তার রাজেশ দেব তাকে মৃত ঘোষনা করেন।
ঘটনা শুনে হাসপাতালে ছুটে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া আফরোজ ও ৪নং লতিবান ইউপির প্যানেল চেয়ারম্যান বিনয় চাকমা। এ সময় জেলা প্রশাসকের নির্দেশনা মোতাবেক নিহত পরিবারের জন্য ১৫ হাজার ও লতিবান ইউপির পক্ষ থেকে ৫ হাজার টাকা প্রদান করা হয়।