নিজস্ব প্রতিবেদক
রাঙামাটি পৌরসভা ১ম বিভাগ গোল্ডকাপ ক্রিকেট লীগে ‘খ’ গ্রæপের খেলায় রাঙামাটি কনফিডেন্স ক্রিকেট একাডেমি ১৩৫ রানে রিজার্ভ বাজার ক্রিকেট ক্লাবকে পরাজিত করে শুভ সূচনা করেছে।
বৃহস্পতিবার সকালে টসে কনফিডেন্স জয় লাভ করে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ৪০ ওভারের ম্যাচে প্রথম থেকেই কনফিডেন্সের ব্যাটাররা ভালো শুরু করে। ব্যাটারদের দায়িত্বশীল ব্যাটিংয়ে নির্ধারিত ৪০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২১৪ রানের বড় স্কোর দাঁড় করায়। কনফিডেন্সের ইমরোজ ইমু ৪৭,তানভীর ৪৪, বিপু বড়ুয়া ৩২, সাব্বির ২১, অধিনায়ক সোহেল ২০, রিপু মারমা ১৯ রান করে করেন। রিজার্ভ বাজার ক্লাবের বাঁধন নেন তিন উইকেট।
মধ্যাহ্ন বিরতির পর রিজার্ভ বাজার ক্রিকেট ক্লাব ২১৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ২৬ ওভারে ৭৯ রানে অলআউট হয়ে ১৩৫ রানের বড় পরাজয় বরণ করে। রিজার্ভ বাজার ক্লাবের নয়ন ২৬ ও শ্রাবণ ২১ রান করেন। কনফিডেন্সের রিপু মারমা ৪টি, বোরহান ৩টি, সাব্বির ২টি ও ইব্রাহিম আমির ১টি করে উইকেট নেন। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন কনফিডেন্স ক্রিকেট একাডেমির রিপু মারমা।