পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে অগ্রাধিকারভিত্তিতে ছয়টি প্রকল্প নেওয়া হয়েছে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উদ্যোগে এসব প্রকল্প বাস্তবায়ন করা হবে। এ নিয়ে বুধবার মন্ত্রণালয়ে আন্তমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়েছে।
অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলোর মধ্যে রয়েছে- রুমা-বগালেক-কেওক্রাডাং সড়ক উন্নয়ন, মহালছড়ি-সিন্দুকছড়ি-জালিয়াপাড়া সড়ক নির্মাণ, খাগড়াছড়ি পার্বত্য জেলায় বিদ্যমান জরাজীর্ণ সেতুগুলোর স্থলে ৩৪টি পিসি গার্ডার সেতু, ৯টি আরসিসি সেতু ও ১৩টি বক্স কালভার্ট নির্মাণ প্রকল্প, কেরানিরহাট-বান্দরবান জাতীয় মহাসড়ক প্রশস্তকরণ, বান্দরবান-চিম্বুক জেলা সড়ক উন্নয়ন এবং বারইয়ারহাট-করেরহাট-হিয়াকো-রামগড় স্থলবন্দর সংযোগ সড়ক নির্মাণ। এ ছাড়া রাঙামাটির নানিয়ারচর ও তবলছড়িতে দুটি এবং বান্দরবানের স্বর্ণমন্দিরে একটি সেতু নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।
বুধবার মন্ত্রণালয়ের সভাকক্ষে তিন পার্বত্য জেলায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন নিয়ে অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয় সভায় সভাপতিত্ব করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী বীরবাহাদুর উ শৈ সিং, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এমএএন ছিদ্দিক, তিন পার্বত্য জেলা (রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান) পরিষদের প্রশাসকসহ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন ।
কৃতজ্ঞতা : কালের কন্ঠ