বাঘাইছড়ি প্রতিনিধি
টানা ৮ দিনের বৃষ্টিতে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সকল ইউনিয়নের নিচু এলাকা এবং পৌরসভার ৯ টি ওয়ার্ড বন্যায় প্লাবিত হয়েছে, আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছে হাজার হাজার মানুষ, উপজেলার বিভিন্ন এলাকায় বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বাঘাইছড়ি উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠন।
বুধবার (৯ আগস্ট) বিকাল ৪ ঘটিকায় বাঘাইছড়ি উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যাগে বন্যায় ক্ষতিগ্রস্ত তিনশতাধীক পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
প্রতি পরিবারের ত্রাণ সামগ্রীতে থাকা উপকরণের মধ্যে ছিলো চিড়া, চিনি, দুধ, স্যালাইন, মুড়ি, মোমবাতি, ম্যাচ বক্স, বিস্কুট এবং এক বোতল বিশুদ্ধ।
বাঘাইছড়ি পৌর এলাকায় ঘুরে ঘুরে এসব ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি ওমর আলি, সাধারণ সম্পাদক জাবেদুল আলম, সাংগঠনিক সম্পাদক বদিউল আলম, পৌর বিএনপির সভাপতি নিজাম উদ্দিন বাবু, রাঙ্গামাটি জেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক সেলিম উদ্দিন বাহার, জেলা বিএনপির সদস্য আতাউর রহমান, উপজেলা যুবদলের সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক মামুন, পৌর যুবদলেরগ আহবায়ক নিজাম উদ্দিন, সদস্য সচিব ওমর ফারুক, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক নূর উদ্দিন রাজু, সদস্য সচিব হাবিবুর রহমান, পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক ইমরান হোসেন জুমান সহ উপজেলা পৌর ও কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ।