নিজস্ব প্রতিবেদক, লামা ॥
‘নিজ আঙ্গিনায় পরিষ্কার, সবাই মিলে সুস্থ থাকি, তিন দিনের এক দিন জমা পানি ফেলে দিন’ -এ শ্লোগানকে প্রতিপাদ্য করে চকরিয়া উপজেলার বমু বিলছড়ি ইউনিয়নে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক এক র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুরে ইউনিয়নের হেব্রোণ মিশনে বেসরকারি সংস্থা আগাপে কর্তৃক পরিচালিত কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের অর্থায়নে মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প বিলছড়ি-বিডি’র আওতায় ৩৩৪ জন উপকারভোগী অভিভাবকসহ শিশুদের ডেঙ্গু প্রাদুর্ভাব ও মশার উপদ্রব বিষয়ে সচেতন করার লক্ষে এ র্যালী অনুষ্ঠিত হয়। র্যালী শেষে হেব্রোণ মিশন মিলনায়তনে এলসিসি চেয়ারম্যান মনতাজন ত্রিপরার সভাপতিত্বে আলোচনায় প্রধান অতিথি ছিলেন-বমু বিলছড়ি ইউনিয়ন পরিষদের সদস্য মো. শফিকুর রহমান। লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. ফরহাদ উদ্দিন আলোচনায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক বক্তব্য রাখেন। এতে স্বাগত বক্তব্য রাখেন- সংস্থার প্রকল্প ব্যবস্থাপক যোনা ত্রিপুরা। আলোচনায় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধের জন্য ডাক্তারদের কোন ভূমিকা নেই। অভিভাবক ও এলাকার জনগণের বিশেষ ভূমিকা রয়েছে। ঘরবাড়ির চারপাশ পরিচ্ছন্ন রাখা, ঘুমানোর সময় মশারি ব্যবহার এবং জমানো ফেলো দেওয়ার মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধের বিশেষ উপায় ব্যক্ত করেন বক্তারা।