বিশেষ প্রতিবেদক, বান্দরবান
বান্দরবানের রুমা-থানচিতে ব্যাংক ডাকাতির ও অস্ত্র লুটের ঘটনার প্রতিবাদে কেএনএফের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বম জনগোষ্ঠীরা। রোববার বিকালে বান্দরবানের উজানী পাড়া এলাকায় সাধারণ বম জনগোষ্ঠীর ব্যানারে আয়োজিত কর্মসূচিতে ব্যানার, ফেস্টুন, প্লেকার্ড অংশ নেয় বম জনগোষ্ঠীর নারী পুরুষ ও শিশু-কিশোরসহ সর্বস্তরের জনসাধারণ।
কর্মসূচিতে বম নারী সংগঠনের নেত্রী ঙুন চুয়ান বম বলেন, বান্দরবানে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) সন্ত্রাসী সংগঠনের কারণে আজ পূর্বপুরুষের পরিচয় বহনকারী নিজের আইডি কার্ড লুকিয়ে রাখতে হয়। এ সময় দুর্জন বিদ্বান হইলেও পরিত্যজ্য, কেএনএফ তুমি দুর্জন তুমি পরিত্যজ্য, পথভ্রষ্ট ও বিপথগামী কিছু সংখ্যক কেএনএফ সদস্যের কারণে সকল বম জনগোষ্ঠী দোষী হতে পারে না, শিক্ষা আমাদের অদৃশ্য চালিকাশক্তি কেএনএফের কারণে সে শক্তি আজ সংকটাপন্ন।
বম জনগোষ্ঠীর প্রতিনিধি লালপ্যাক থার বম বলেন, কেএনএফ মানে বম নই’ বম মানেই কেএনএফ নই’। এই কেএনএফ সন্ত্রাসীদের অপরাধমূলক কার্যকলাপের কারণে সাধারণ বম জনগোষ্ঠীরা বিভিন্ন সমস্যা সম্মুখীন পোহাতে হচ্ছে। তাদের কারণে সাধারণ বম জনগোষ্ঠীরা এখন ভয়ে নিজ বাড়ি ছেড়ে জঙ্গলের আশ্রয় নিচ্ছে পাশাপাশি শিক্ষা কার্যক্রম থেকে ব্যাহত হচ্ছে।