নিজস্ব প্রতিবেদক ॥
রাঙামাটির সীমান্তবর্তী বরকল উপজেলায় আওয়ামীলীগের প্রার্থী দীপংকর তালুকদারের নির্বাচনী প্রচরণা সভায় বক্তারা বলেন, সীমান্তবর্তী এলাকার আর্থ-সামাজিক উন্নয়নে বর্তমান সরকার সবসময়ই কাজ করে যাচ্ছে। পার্বত্য শান্তিচুক্তির স্বপক্ষের দলগুলোর মধ্যে ভুল বুঝাবুঝির কারণে দূরত্ব সৃষ্টি হওয়ায় আমরা বিগত বেশ কয়েকটি নির্বাচন আমরা ভালভাবে করতে পারিনি। অথচ ১৯৯১ সালে আমরা সবাই মিলে নৌকা প্রতীকে আওয়ামীলীগকে জয়যুক্ত করেছিলাম। এবার তারা মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। আমরা এখন আর পরস্পরের মধ্যে প্রতিদ্বন্দ্বী না হয়ে শান্তিপূর্ণ নির্বাচন করতে যাচ্ছি। পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়নের মাধ্যমে পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, আর্থ সামাজিক উন্নয়ন, স্বস্থ্য, শিক্ষা, নারীর ক্ষমতায়ন, দারিদ্র্য বিমোচনসহ সমৃদ্ধ পার্বত্য চট্টগ্রাম বিনির্মাণে আওয়ামী লীগ প্রতিশ্রুতিবদ্ধ।
উপজেলার আইমাছড়া ইউনিয়নের কলাবুনিয়া বাজার, ভুষণছড়া ইউনিয়নের ছোট হরিণাবাজার, ভুষণছড়া বাজার, বরকল উপজেলা সদর ও সুবলং বাজারে নির্বাচনী প্রচারণা সভায় বক্তব্য রাখেন দীপংকর তালুকদার ও আওয়ামীলীগের নেতৃবৃন্দ। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থক বিপুল সংখ্যক মানুষ প্রচারণা সভায় যোগ দেন।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতু চাকমা, রাঙামাটি জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সন্তোষ কুমার চাকমা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য সবির কুমার চাকমা, রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী, জেলা আওয়ামীলীগের সদস্য ওয়াশিংটন চাকমা, নারীনেত্রী মনোয়ারা আক্তার, রোকেয়া বেগম, মৎস্যজীবি লীগের সভাপতি উদয়ন বড়ুয়া, কৃষকলীগের সাধারণ সম্পাদক উদয় শংকর চাকমা, ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা উপস্থিত ছিলেন।