বরকল উপজেলার প্রধান শিক্ষক সমিতি ও বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির যৌথ উদ্যোগে শুক্রবার শিক্ষক সম্মিলন ও চড়–ইভাতি অনুষ্ঠিত হয়েছে। এ আয়োজনে ছিল শিক্ষা পরিবারের জন্য অভিজ্ঞতা শেয়ারিং ও শ্রান্তি বিনোদন। অনুষ্ঠানে কর্মকর্তা, শিক্ষক, পরিবারের সদস্য ও সন্তানসহ তিন শতাধিক উপস্থিতির অনুষ্ঠান প্রাণবন্ত করে তোলে।
সম্মিলনে অতিথি ছিলেন সন্তোষ কুমার চাকমা (সাবেক উপজেলা চেয়ারম্যান), সবির কুমার চাকমা (জেলা পরিষদ সদস্য), মো. জাকির হোসেন চৌধুরী, (সাবেক পার্বত্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর ব্যাক্তিগত সহকারী), উপজেলা প্রকৌশলী মো. মশিউল ইসলাম খান, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রওশন ফেরদৌস, মোরশেদুল আলম, ইন্সট্রাক্টর, উপজেলা রিসোর্স সেন্টার, সহকারী উপজেলা শিক্ষা অফিসার হিতৈষী চাকমা, অতিথি শিক্ষক- সবিনয় দেওয়ান, মো. নেজাম উদ্দীন, শ্যামল কান্তি দেসহ রাঙামাটি জেলার প্রথিতযশা শিক্ষকবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. কামরুল হাছান ও হোসনেয়ারা বেগম।
রাঙামাটিস্থ জনবহুল মায়াবী দ্বীপে সকাল ৮:০০ থেকে সন্ধ্যা ৬:০০ পর্যন্ত চলে এ আয়োজনের আনুষ্ঠানিকতা। জাতীয় সঙ্গীতের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু করে শিক্ষক-শিক্ষিকাদের অংশগ্রহণে চলে আনন্দঘন প্রতিযোগিতা পর্ব, আলোচনা পর্ব, জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের ভার্চুয়াল বক্তব্য, সাংস্কৃতিক পর্ব, র্যাফেল ড্র, পুরস্কার বিতরণী ও সমাপনী পর্ব। অনুষ্ঠানে শিক্ষক শিক্ষিকা, সন্তানদের অগ্রাধিকার ভিত্তিতে শৈল্পিক নৈপুণ্যতা প্রকাশ করেন। প্রধান শিক্ষক সমিতি ও সহকারী শিক্ষক সমিতির উদ্যোগে বরকলের শিক্ষার কাঠামোতে আরো আগ্রহ উদ্দিপনা ও গতি পেতে প্রতি বছর থাকবে আনন্দ আয়োজনে শ্রান্তি বিনোদন উভয় সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক তথা আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দের এমন প্রতিশ্রুতিতে সমাপ্ত করা হয় এবারের আয়োজন।(বিজ্ঞপ্তি)