সাইফুল হাসান
ভেদভেদী ক্রীড়া সংঘের আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩১ বঙ্গাব্দ বর্ণাঢ্য আনুষ্ঠানিকতায় উদযাপিত হয়েছে। শনিবার সকালে নববর্ষ উপলক্ষ্যে মঙ্গল শোভাযাত্রা ভেদভেদী বাজার থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে এসে শেষ হয়।
পরে আলোচনা সভা, বিভিন্ন গ্রাম্য খেলাধুলা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
আলোচনা সভায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা আওয়ামী লীগের সহ সভাপতি রফিকুল মাওলা। ভেদভেদী ক্রীড়া সংঘের সভাপতি মো: ফজলুল করিম’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শ্রমিকলীগ সাধারণ সম্পাদক মো: শামসুর আলম সহ এলাকার বিভিন্ন গণ্যমান্য বৃক্তিবর্গ। সভায় স্বাগত বক্তব্য রাখেন ভেদভেদী ক্রীড়া সংঘের সাধারণ সম্পাদক মো: মাসুদুল হক বদরুল।
আলোচনায় বক্তারা বলেন, নববর্ষ উদযাপন আমাদের বাঙালীর সংস্কৃতির বিশেষ অংশ। সংস্কৃতি একটি জাতিকে বিশ্বের মাঝে তুলে ধরে। সংস্কৃতি একটি জাতির মূল পরিচয় বহন করে।
তারা আরও বলেন, আমাদের সংস্কৃতি আমাদেরকে ধরে রাখতে হবে। না হয় জঙ্গি ও মৌলবাদিরা মাথাচাড়া দিয়ে উঠবে। বিশ্বে যে সকল জাতি তাদের সংস্কৃতি ধরে রেখেছে তাদেরকে পথভ্রষ্ট কেউ করতে পারেনি।