মিশু মল্লিক
রাঙামাটি পার্বত্য জেলায় বাংলাদেশে আওয়ামীলীগ একটি অপরাজেয় রাজনৈতিক শক্তির নাম বলে মন্তব্য করেছেন বন ও পরিবেশ বিষয়ক সংসদসীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটি জেলা আওয়ামীলীগ সভাপতি দীপংকর তালুকদার এমপি। বাংলাদেশে আওয়ামীলীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাঙামাটি জেলা আওয়ামীলীগ আয়োজিত আলোচনা সভায় এই মন্তব্য করেন দীপংকর তালুকদার। তিনি আরো বলেন, আমাদের সবাইকে দল মতের উর্ধ্বে গিয়ে বাংলাদেশকে নিয়ে চিন্তা করতে হবে। ২৩ শে জুন আমাদের জন্য গৌরব এবং সফলতার একটি দিন। এইদিন বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে নেতৃত্বদানকারী দলটির প্রতিষ্ঠা হয়।
বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রবিবার সকালে রাঙামাটি জেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহেরর প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণে এসে সমাবেশে মিলিত হয়। এসময় আলোচনা সভা, কেক কাটাসহ দলের ত্যাগী দশ প্রবীণ নেতাকে সংবর্ধনা প্রদান করা হয়।
জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাওয়াল উদ্দীনের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি দীপংকর তালুকদার এমপি। আরও উপস্থিতি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সাংসদ জ¦রতী তঞ্চঙ্গ্যা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চিং কিউ রোয়াজা, অংসুইপ্রæ চৌধুরী, হাবিবুর রহমান, বৃষ কেতু চাকমা, সাধারণ সম্পাদক হাজী মো. মুছা মাতব্বর, রাঙাামটি জেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ কাজল, পৌর আওয়ামীলীগের সভাপতি হাজী মনসুর আলীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এসময় বক্তারা বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ মাটি ও মানুষের দল। জনগণই আওয়ামী লীগের মূলশক্তি। আওয়ামী লীগের নেতৃত্বেই ’৬২-এর ছাত্র আন্দোলন, ’৬৪-এর সাম্প্রদায়িক দাঙ্গা প্রতিরোধ, ’৬৬-এর ছয়-দফা আন্দোলনের মাধ্যমে বাঙালি মুক্তির সনদ রচনা হয়। ৬৯-এর গণআন্দোলনের মাধ্যমে স্বৈরশাসন অবসানের প্রতিশ্রæতি অর্জন দলটিকে মুক্তিকামী মানুষের আশ্রয়স্থলে পরিণত করে।
দলের নেতাকর্মীদের মেধা, পরিশ্রম, ত্যাগ ও দক্ষতায় আওয়ামী লীগ আরো গতিশীল ও শক্তিশালী হবে এবং জাতির পিতার স্বপ্নের ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও সুখী-সমৃদ্ধ সোনার বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে।
বক্তারা আরো বলেন, জাতির পিতার আদর্শ এবং মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই-সংগ্রাম ও মানুষের আস্থা অর্জন করে আওয়ামী লীগকে জনমানুষের সংগঠনে পরিণত করেছে।
আলোচনা সভা শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।