নিজস্ব প্রতিবেদক ॥
‘এসো দেশ বদলাই পৃথিবী বদলাই’ এই স্লোাগানে রাঙামাটিতে মাস ব্যাপি তারুণ্য উৎসবের উদ্বোধন করা হয়েছে। উৎসব উপলক্ষে বুধবার সকালে জিমনেশিয়াম মাঠ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান ফটকের সামনে এসে শেষ হয়। এসময় বেলুন উড়িয়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন রাঙামাটির জেলা প্রশাসক মো. হবিব উল্লাহ, পুলিশ সুপার ড. ফরহাদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন, সদর উপজেলা নির্বাহী অফিসার রিফাত আসমা প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, তরুণদের হাত ধরেই বদলে যাবে আমাদের দেশ। তরুণদের শক্তিকে কাজে লাগাতে পারলে সমাজ, রাষ্ট্র এগিয়ে যেতে পারে। দেশের অন্যায়, অবিচার, দুর্নীতি রোধে তরুণ ভূমিকা রাখতে পারে। নতুন প্রজন্ম দুর্বার সাহসিকতায় এগিয়ে নিয়ে যাবে সোনার এই বাংলাদেশ। তরুণরা দেশকে বদলানোর মধ্য দিয়ে পৃথিবী বদলাবে। তরুণদের উৎসাহ দিতে আগামী ১৬ খেকে ২৫ জানুয়ারি পর্যন্ত আটদিন ব্যাপি মেলা অনুষ্ঠিত হবে। সেখানে স্থানীয় কৃষ্টি কালচার সকল বিভিন্ন ইভেন্টের আয়োজন থাকবে।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ জানান, তারুণ্যের উৎসব ২০২৫’ উপলক্ষে আগামী ১৬ থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত রিজার্ভ বাজারস্থ শহীদ এম আব্দুল শুক্কুর মাঠে লোক ও কারুশিল্প মেলার আয়োজন করা হয়েছে। এছাড়া তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা(ঞ-২০ ক্রিকেট) ,বালক ও বালিকাদের নিয়ে আলাদা (ফুটবল টুর্নামেন্ট, কাবাডি, ক্যারাতে) এবং সাংস্কৃতিক অনুষ্ঠানসহ অন্যান্য অনুষ্ঠান সকলকে উপভোগ করার জন্য আহবান জানান।