জিয়াউল জিয়া
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও ইউএনডিপি’র এসআইডি-সিএইচটি প্রকল্পের আওতায় রাঙামাটিতে কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়। সোমবার সকালে রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রæ চৌধুরী। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বাসন্তি চাকমা এমপি, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা(যুগ্ম সচিব) মো. আশরাফুল ইসলাম, জেলাপ্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান, পুলিশ সুপার মীর আবু তৌহিদ প্রমুখ।
পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, বতর্মান সকারের আমলে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগসহ সব সেক্টরের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী নিজে যুগোপযোগী কর্ম পরিকল্পনা করেছেন এবং তা সঠিকভাবে বাস্তবায়ন করে দেশকে আজ স্মার্ট বাংলাদেশে রূপান্তরের দিকে এগিয়ে নিচ্ছেন।
এসময় মন্ত্রী আরও বলেন, বিএনপি-জামাত জোট সরকারের আমলে সার-তেল ও বীজের জন্য কৃষককে আন্দোলন করতে গিয়ে প্রাণ দিতে হয়েছে। এই সরকারের আমলে কোন কৃষককে সার-বীজের জন্য রাজপথে নেমে আন্দোলন করতে হয় না। আমাদের সরকার কৃষকদের ডেকে এনে বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি প্রদান করছে। কৃষকদের জীবন ও মান বাঁচিয়ে রাখতে সরকার কৃষি খাতে ভর্তুকি প্রদান করছে। যার ফলে দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।
পার্বত্যমন্ত্রী আরও বলেন, কৃষকরা বর্তমানে ধান কাটার মেশিন, পাওয়ার টিলার মেশিন, ধান মাড়াই মেশিন, পাওয়ার ফুট স্প্র্রে মেশিন, পানির পাম্প মেশিন অনায়াসে ব্যবহার করতে পারছে। এসব উন্নত যন্ত্রপাতি ব্যবহারের ফলে দ্রæত সময়ের মধ্যে ফসল ঘরে তুলতে পারছে কৃষক। কম শ্রমিক লাগছে কাজে। যাতে কৃষককের অর্থ কম খরচ হচ্ছে।
আলোচনা সভা শেষে জেলায় ৩২০ জন কৃষকের মাঝে কৃষি যন্ত্রপাতি প্রদান করা হয়। যার মধ্যে রয়েছে -রাইচ কম্বোমিল, পাওয়ার টিলার, পাওয়ার প্রেসার, পাম্প মেশিন।