মাহমুদুল হাসান,বাঘাইছড়ি
রাঙামাটির বাঘাইছড়িতে উপজেলা বিএনপি, পৌর বিএনপি, ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠন সমুহের সমন্বয় সভায় বক্তারা বলেছেন,‘বর্তমান সরকারের পায়ের তলায় মাটি নাই, তাই তারা বিএনপির সকল সভা সেমিনারে বাধা দেয়ার চেষ্টা করছে, বিশেষ করে আজকের এই সভা যে স্থানে করার কথা ছিলো আমাদের অনুমতি দেয়া হয়নি, এইভাবে বাধা দিয়ে বিএনপির আন্দোলন সংগ্রাম বন্ধ করা যাবে না।’
রবিবার (২৪ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাঘাইছড়ি উপজেলা শাখার আয়োজনে দলীয় কার্যালয়ে সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু।
বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি ওমর আলীর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক শফিউল আজম, বিশেষ অতিথিদের মধ্যে জেলা বিএনপির সহ সভাপতি নিজাম উদ্দিন বাবু, যুগ্ম সম্পাদক দেব জ্যোতি চাকমা, সহ সম্পাদক মো: ইলিয়াছ, বাঘাইছড়ি পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বদিউল আলম, জেলা বিএনপির উপদেষ্টা হাকিম উস্তাদ, কৃষি বিষয়ক সম্পাদক সেলিম উদ্দিন বাহার, জেলা বিএনপির সদস্য আতাউর রহমান, আবুল কালাম আজাদ, বিল্টু চাকমা প্রমুখ।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের আহবায়ক হুমায়ুন রশিদ, কাচালং সরকারী কলেজ ছাত্রদলের আহবায়ক নুর কবির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুর উদ্দিন রাজু, উপজেলা যুবদলের আহবায়ক আব্দুস সবুর, উপজেলা তাতীদলের সভাপতি রনেল চাকমা, উপজেলা জাসাস এর সভাপতি সিদ্দিক আলী, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক আজগর আলী, খেদারমারা ইউনিয়ন সভাপতি মো: আলী, বাঘাইছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল হক, মারিশ্যা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইজ উদ্দিন, খেদারমারা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, বঙ্গলতলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান, উপজেলা মহিলা দলের সভাপতি জান্নাতুন নুর, উপজেলা বিএনপির সহ সভাপতি আবু বক্কর, আমতলী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো: সোলাইমান প্রমুখ।
প্রধান বক্তার বক্তব্যে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক বলেন, রাঙামাটি জেলার বিভিন্ন উপজেলায় বিএনপি নিয়মিত কর্মসূচি করে যাচ্ছে কিন্তু বাঘাইছড়িতে বিএনপি কর্মসূচি হাতে নিলেই ক্ষমতাসীন আওয়ামীলীগ পাল্টা কর্মসূচি ঘোষণা দেয়, এটা রাজনীতির সৌন্দর্য নয়। তিনি আরো বলেন, সামনের আন্দোলন সংগ্রামের দিনে, এই সব বাধা বিপত্তি মানবে না জাতীয়তাবাদী দল।
প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু বলেন, হাতে সময় খুব কম, এখন থেকেই আমাদের দল গুছিয়ে মাঠে নামার জন্য প্রস্তুতি নিতে হবে। নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, এতদিন যা হইছে যা গেছে সব বাদ, আজ থেকে নতুন প্রস্তুতি নিতে হবে আওয়ামীলীগ সরকার পতনের আন্দোলনে। তিনি ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের মধ্যে কোন বিরোধ থাকলে তা আগামী ১০ দিনের মধ্যে সমাধানের নির্দেশনা দেন। দীপু আরো বলেন আওয়ামীলীগ আজকে আমাদের সভায় বাধা দিচ্ছে, খুব শিগ্রই বাঘাইছড়িতে বিএনপির মহাসমাবেশ করবো সেদিন কারো বাধা মানবেনা জাতীয়তাবাদী দল বিএনপি।
উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সমন্বয় সভা শেষে বেলা দেড়টায় শুরু হয় পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের পৌর শাখার সমন্বয় সভা।
বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি নিজাম উদ্দিন বাবুর সভাপতিত্বে পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজার সঞ্চালনায় পৌর ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন৷