অর্ণব মল্লিক, কাপ্তাই ॥
গত এক সপ্তাহ যাবৎ টানা বর্ষণে রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার মানুষের জনজীবন বিপন্ন হয়ে পড়েছে। এই বৃষ্টিপাতে দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষেরা। একই সাথে টানা বর্ষণে কাপ্তাই উপজেলার ৫টি ইউনিয়ন এর প্রায় ৫০ একর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এমতাবস্থায় আউশ ধান, আমন ধান, বিলাতি ধনিয়া, শাকসবজি, ফুল বাগান সহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এইছাড়া এই টানা বর্ষণ অব্যাহত থাকলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরো বাড়ার আশংকা করছেন স্থানীয় চাষীরা।
এদিকে কাপ্তাই কৃষিবিভাগ সূত্রে জানা যায়, টানা বর্ষণে কাপ্তাই উপজেলার প্রায় প্রতিটি ইউনিয়নে কৃষি জমির ক্ষয়ক্ষতি হয়েছে। তবে সবচেয়ে বেশি ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে কাপ্তাইয়ের রাইখালী ইউনিয়নের তিনছড়ি পাড়াতে।
বুধবার কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়ন এর তিনছড়ি পাড়ার স্থানীয় কয়েকজন কৃষকের সাথে কথা হলে তারা জানান, টানা বর্ষণে আমাদের ফসলের যেই ক্ষয়ক্ষতি হয়েছে এখন আমরা নিরুপায় হয়ে দিনাতিপাত করছি। অতি মাত্রার বৃষ্টির ফলে পাহাড়ের পানি এবং ছড়ার পানি সব একসাথে এসে জমি একদম তলিয়ে গেছে। জমিতে রোপণ করা আমন ধানের চারার ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়া তারা আরো জানান, তিনছড়ির অনেক কৃষক ধানের পাশাপাশি বিভিন্ন শাকসবজির চাষ করে থাকেন। ইতিমধ্যে সেইসব বাগানও টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে কাপ্তাইয়ের ওয়াগ্গা ইউনিয়ন এর সাফছড়ির কুক্কাছড়ির কয়েকজন স্থানীয় কৃষকের সাথে যোগাযোগ করা হলে তারাও জানান, বেশ কিছু চাষের জমি পাহাড়ের পাদদেশে হওয়ার ফলে টানা বর্ষণে সেখানে ফসলের উপর পাহাড় ধসে পড়েছে। এতে জমির ফসলের ক্ষতি হয়ে কৃষকেরা মানসিকভাবে ভেঙে পড়েছে। ওখানকার বিলাতি ধনিয়া পাতার ক্ষেত, পাহাড়ি জুম চাষীদেরও বেশ ক্ষয়ক্ষতি হয়েছে বলে কৃষকেরা জানান।
অন্যদিকে কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়নে বৌদ্ধ বিহার সংলগ্ন পাহাড় ধসে প্রায় কয়েক একর ছবির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া চিৎমরম ইউনিয়ন এর দুর্গম চাকুয়া পাড়া, বড় পাড়া সহ বেশ কয়েকটি এলাকা অতিদুর্গম। সেখানকার অধিকাংশ বাসিন্দারা কৃষির উপর নির্ভরশীল। টানা বর্ষণে ওইসব এলাকায় ও বেশ ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। বিশেষ করে পাহাড়ি এলাকা হওয়ায় টানা বর্ষণে পাহাড়ধসের সবচেয়ে বেশি ঝুঁকি রয়েছে সেখানে।
এদিকে ক্ষয়ক্ষতির বিষয়টি নিশ্চিত করে কাপ্তাই উপজেলা কৃষি অফিসার ইমরান আহমেদ জানান, গত ১ সপ্তাহ যাবৎ চলমান টানা বর্ষণে উপজেলার কৃষি জমি এবং কৃষকের বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। ইতিমধ্যে সরকারি হিসাবে উপজেলার মোট ৫০ একর বা ২০ হেক্টর জমির বিভিন্ন ফসল যেমন আউশ ধান, আমন ধান, বিলাতি ধনিয়া, শাক-সবজি এবং ফুলবাগান ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। যার পরিমাণ প্রায় ৩০ লক্ষাধিক টাকার বেশি হবে। এছাড়া কাপ্তাইয়ের বিভিন্ন ইউনিয়নের বেশ কিছু প্রান্তিক কৃষক অনেকটা নি¤œ আয়ের হওয়াতে এটি তাদের জন্য বেশ ক্ষতির সম্মূখীন করে তুলেছে। অন্যদিকে ফসলের এমন ক্ষয়ক্ষতি সেটা সামগ্রিকভাবে সবার জন্যই ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। তিনি আরো জানান, এই পর্যন্ত টানা বর্ষণে কাপ্তাই উপজেলার ৫টি ইউনিয়ন এর মধ্যে রাইখালীর তিনছড়িতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন। এছাড়া টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে কাপ্তাই কৃষি অধিদপ্তর সবসময় সহযোগিতা করে যাবে বলে তিনি আশ্বাস প্রদান করেন।