জেনারেশন আনলিমিটেড, ইউনিসেফ বাংলাদেশ আয়োজিত, বাংলাদেশ ইয়ুথ চ্যালেঞ্জ- ২০২২” এর জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে রাঙামাটি জেলার টিম ‘ক্লাইমেট ক্রু’।
বৈশ্বিক জলবায়ুর বিরুপ প্রভাব এবং এর প্রতিকার এবং প্রতিকার শীর্ষক প্রতিযোগিতায় প্রাথমিক পর্যায়ে ১৪৬ টি এবং বিভাগীয় পর্যায়ের ১০টি টিমকে পেছনে ফেলে তারা ১ম স্থান অর্জন করে, পরবর্তীতে জাতীয় পর্যায়ে ৮ টি বিভাগের ২০ টি টিমকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হয় রাঙামাটির সন্তানরা।
উক্ত টিমের মেম্বাররা হলেন আসাদুজ্জামান ইফাত, মীর হাছিবুর রহমান, মেরিয়ান তঞ্চঙ্গ্যা, পূর্ণা দে ও জান্নাতুল নাঈম।
কাপ্তাই লেকের কচুরিপানাকে কাজে লাগিয়ে পরিবেশ বান্ধব বিভিন্ন উপকরণ প্রস্তুত ও বাজারজাতকরণের ব্যাপক সম্ভাবনা সৃষ্টি করতে সক্ষম হওয়ায় তারা জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।(বিজ্ঞপ্তি)